Mohun Bagan: দল নিয়ে এবার নিয়মিত বার্তা বিনিময় লোপেজ হাবাসের, জানুন

আগের বছর ওডিশা ম্যাচ থেকেই ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। পরবর্তীতে গ্রেগ স্টুয়ার্টদের মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে…

Antonio Lopez Habas

আগের বছর ওডিশা ম্যাচ থেকেই ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। পরবর্তীতে গ্রেগ স্টুয়ার্টদের মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মানালো মার্কেজের এফসি গোয়া হোক কিংবা আদ্রিয়ান লুনার কেরালা ব্লাস্টার্স। একের পর এক ম্যাচে কেবলই পরাজয়। পুরোনো সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে গতবছরের শেষের দিকে আইএসএলের মঞ্চে পরাজয়ের নয়া রেকর্ড গড়েছে সবুজ-মেরুন।

যা নিয়ে রীতিমতো ক্ষোভের আগুন দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। যার দরুন কয়েকদিন আগেই ছাঁটাই করা হয়েছে আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোকে। তার বদলে দলের নতুন কোচ হিসেবে যুক্ত করা হয় দলের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে।

যতদিন না নতুন কোচ যুক্ত হচ্ছেন দলের সঙ্গে ততদিন দলের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ। তবে এই দলের হয়ে হাবাসের দায়িত্ব গ্রহণ কোন নতুন বিষয় নয়। পূর্বেও এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন তিনি। তার হাত ধরে বহু উত্থান পতনের সাক্ষী রেখেছে কলকাতারই ফুটবল দল। দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও হয়েছে একাধিকবার। সেজন্য, সবদিক বিচার বিবেচনা করেই এই বিপদের দিনে হাবাসের উপরই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। বলতে গেলে বর্তমানে তার পছন্দ মতোই এবার ফুটবলার সাইন করাতে চলেছে মোহনবাগান। এক্ষেত্রে হায়দরাবাদ এফসির পাশাপাশি এফসি গোয়ার মতো ফুটবল দলগুলোর দিকে নজর রয়েছে কোচের।

তার আগেই এবার দল নিয়ে বিশেষ বার্তা উঠে আসছে হাবাসের তরফ থেকে। এক্ষেত্রে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়মিত নির্দেশ দিচ্ছেন আইএসএল জয়ী এই কোচ। বর্তমানে এই স্প্যানিশ কোচের ভিসার সমস্যা থাকার দরুণ নিজের দেশে থেকেই দলের অনুশীলনে জোর দিচ্ছেন তিনি। তবে যতদূর খবর, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সমস্যা মিটিয়ে ভারতে উড়ে আসবেন এই হাইপ্রোফাইল কোচ।