Transfer Window: মাঝমাঠের সমস্যা সমাধানে বিস্ময় প্রতিভায় আস্থা ক্লাবের

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলা রয়েছে। পুরো দমে চলছে দল বদলের কাজ। বড় মঞ্চ, নতুন দল পাওয়ার এটাই সুযোগ উঠতি ভারতীয় ফুটবলারদের।

Exciting Transfer News: Lalliansanga Renthlei Places Faith in Odisha FC to Address Midfield Concerns

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলা রয়েছে। পুরো দমে চলছে দল বদলের কাজ। বড় মঞ্চ, নতুন দল পাওয়ার এটাই সুযোগ উঠতি ভারতীয় ফুটবলারদের। বিদেশি ফুটবলারের পাশাপাশি ক্রীড়া প্রেমীদের নজরে থাকে আগামী দিনের সম্ভাব্য তারকাদের দিকেও। এমনই এক খেলোয়াড়কে সম্প্রতি নিশ্চিত করেছে ওড়িশা এফসি।

রবিবার ওড়িশা এফসির পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি সই সংবাদ। এক তরুণ ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে তারা। নামীদামী তারকাদের দল বদলের ভিড়ে এই সইকে কেন্দ্র করে হয়তো খুব একটা হাইপ উঠেনি। তবে যারা ভারতের বিভিন্ন লীগ ফলো করেন, তারা Lalliansanga Renthlei নামের সঙ্গে খুব একটা অপরিচিত হবেন না। সম্প্রতি আই লীগে অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে উঠে এসেছিল তার নাম।

   

এআইএফএফ এলিট একাডেমি থেকে স্নাতক হওয়ার পরে Lalliansanga Renthlei ২০১৭ সালের অক্টোবরে চেন্নাইয়িন বি দ্বারা চুক্তিবদ্ধ হন। ২০১৯-২০ মরসুমে তাকে ইন্ডিয়ান অ্যারোজ দলে লোনে পাঠানো হয়েছিল। ২০১৯-২০ মরসুমের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে পেশাদার ম্যাচে অভিষেক ঘটে তার। ম্যাচের শুরু থেকে ৬৮ তম মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। যদিও সেই ম্যাচে দল জেতেনি। ইন্ডিয়ান অ্যারোজ ০-১ গোলে হেরে গিয়েছিল।

বিগত কয়েক বছরে আই লীগে ধারাবাহিকভাবে খেলেছেন। ওড়িশা এফসির হয়ে সই করার আগে ছিলেন রাজস্থান ফুটবল ক্লাব। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার সেখানে ছিলেন প্রায় নিয়মিত ফুটবলার। ২০২০-২২ মরসুম পর্যন্ত ছিলেন সুদেভা দিল্লির ফুটবলার। এই ক্লাবের হয়েও বেশ কিছু ম্যাচে নজর কেড়েছিলেন মিজোরামের এই ফুটবলার।