Transfer window: কঙ্গোর গোলমেশিনকে নিয়ে চমক দিল হীরা মন্ডলের ক্লাব

ফের চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) চমক দিল এক ইন্ডিয়ান সুপার লিগের দল এক বিদেশি গোল মেশিনকে দলে নিয়ে।

Kule Mbombo

ফের চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) চমক দিল এক ইন্ডিয়ান সুপার লিগের দল এক বিদেশি গোল মেশিনকে দলে নিয়ে। ২৬ বছর বয়সী কঙ্গোর সেন্টার ফরোয়ার্ডের ফুটবলার কুলে মোগাম্বোকে (Kule Mbombo) দলে নিলো নর্থইস্ট ইউনাইটেড এফসি।

Advertisements

বর্তমানে ৪.৬ কোটি টাকার মার্কেট ভ‍্যালুর এই ফুটবলার বর্তমানে লিথুনিয়ার প্রিমিয়ার লিগের প্রথম সারির দল সুদুভা এফসিতে খেলছিলো।এছাড়া কঙ্গোর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। এখনও ক্লাব কেরিয়ারে ১১০ ম‍্যাচ খেলেছেন তিনি,গোল করেছেন ৪৪ টি।এছাড়া আটটি অ্যাসিস্ট রয়েছে এই সেন্টার ফরোয়ার্ডের কাছে।

Advertisements

কঙ্গোর এই গোলমেশিন কে দলে নিলো নর্থইস্ট ইউনাইটেড।দলের খারাপ পারফরম্যান্সের জেরে এইমুহুর্তে আইএসএলের লিট টেবিলের তলানিতে আছে।তাই পরবর্তী ম‍্যাচ গুলোতে ভালো ফলাফলের আশায় কঙ্গোর এই আক্রমণ ভাগের ফুটবলারকে দলে নিলো নর্থইস্ট ইউনাইটেড।