জাতীয় দলে খেলা মহিলা করছেন ফুড ডেলিভারি, বিজেপি নেত্রীর পোস্ট করা ভিডিও ঘিরে চাঞ্চল্য

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কাজ করছেন ফুড ডেলিভারি সংস্থাতে। এক্কেবারে ভিডিও করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধলেন বিজেপি নেত্রী ও পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পাল (agnimitra paul)

agnimitra paul

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কাজ করছেন ফুড ডেলিভারি সংস্থাতে। এক্কেবারে ভিডিও করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধলেন বিজেপি নেত্রী ও পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পাল (agnimitra paul)।

সোশ্যাল মাধ্যমে তিনি ওই ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা,অনুরাগ ঠাকুরকে ট্যাগ করে। সোশ্যাল মাধ্যমে তিনি বলেছেন, “বাংলা বলেই এমন সম্ভব। জাতীয় দলের ফুটবলার তিনি কিনা ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করছেন। দিনে হয়তো ৩০০ টাকা আয় হল। আবার কোনও দিন ১৫০-২০০ টাকা।এই ভাবেই দিন চলছে পৌলমী অধিকারীর।”

জানা গিয়েছে এই ফুটবলার ভারতের হয়ে অনূর্ধ ১৬ ও ১৯ দলের হয়ে খেলছেন। জার্মানি, আমেরিকা, লন্ডন, স্কটল্যান্ড খেলতে গিয়েছিলেন। বেহালা শিবরামপুর বাড়িতে পদক ও সার্টিফিকেট ভর্তি। দু‘দিন অন্তর ওই পদকগুলি মুছে জায়গা মতো রেখে দেন, আর চোখের জল ফেলেন। একরাশ শূন্যতা নিয়ে একাকী ঘরে বসে থাকেন।

সকাল ৯ টায় বেরিয়ে রাত ১০ টায় বাড়ি ফেরেন এই প্রাক্তন ফুটবলার। রাস্তাতেই কিছু একটা খেয়ে নেন। অগ্নিমিত্রা বলছেন, ‘দিনগত পাপক্ষয়ের মতো দিন কাটছে অকালেই প্রাক্তন হয়ে যায় প্রতিভাবান মিড ফিল্ডারের। এই সরকার মেতে রয়েছে খেলা আর মেলায়। অথচ পৌলোমীর মতো খেলোয়াড়েরা সরকারের নজরে থাকেন না। এর আগেও আমরা দেখেছিলাম ঘরের মেয়ে স্বপ্না বর্মন প্রাপ্য সম্মান না পেয়ে মধ্যপ্রদেশ চলে গিয়েছেন। একই অবস্থা পৌলমীর।’

বিজেপি নেত্রী প্রশ্ন তুলেছেন, “রাজ্য সরকার কিংবা পাড়ার ক্লাব কেউ তাঁর পাশে থাকেনি। কেউ সাহায্যের হাত বাড়ায়নি।”