Transfer window: মোহন-ইস্টের ঘুম কেড়ে নিতে তৈরি লিগ ওয়ানে খেলা ফুটবলার

খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো (Transfer window)। দল গোছাতে শুরু করে দিয়েছে ভারতের ফুটবল ক্লাবগুলো। অন্যান্যবারের মতো এবারেও ব্যাপকভাবে আলোচনায় রয়েছে কলকাতার দুই প্রধান মোহন বাগান এবং ইস্টবেঙ্গল। চুপিসারে নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে অন্যান্য ক্লাবগুলো।

Romain Philippoteaux

খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো (Transfer window)। দল গোছাতে শুরু করে দিয়েছে ভারতের ফুটবল ক্লাবগুলো। অন্যান্যবারের মতো এবারেও ব্যাপকভাবে আলোচনায় রয়েছে কলকাতার দুই প্রধান মোহন বাগান এবং ইস্টবেঙ্গল। চুপিসারে নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে অন্যান্য ক্লাবগুলো।

সম্প্রতি নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা। ক্লাবের তরফে দেওয়া হয়েছে একটি সই সংবাদ। আগামী মরসুমের জন্য উত্তর পূর্ব ভারতে অবস্থিত এই ক্লাব নিশ্চিত করেছে এক হাই প্রোফাইল বিদেশি ফুটবলারকে। ফুটবলারের নাম Romain Philippoteaux। রোমেইন ইউরোপিয়ান ফুটবলে চষে বেড়িয়েছেন এক সময়। খেলেছেন ফ্রান্সের প্রথম সারির টুর্নামেন্ট, লীগ ওয়ানের একাধিক ক্লাবে।

গত মরসুমেও নর্থ ইস্ট ইউনাইটেডে ছিলেন Romain Philippoteaux। ক্লাবের দশ নম্বর জার্সিধারী ফুটবলার তিনিই। খেলেন মূলত উইং এবং মাঝমাঠে। মাঝমাঠের সঙ্গে আক্রমণ সংযোগ করার ভূমিকায় তিনি পারদর্শী। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলে করেছেন একাধিক গোল। দল হয়ে নিয়মিত অন্যতম পারফর্মার ছিলেন তিনি। ২০২২ সালে নর্থ ইস্ট ইউনাইটেডের হাত ধরে এসেছিলেন ভারতে। এখন তার বয়স কিছুটা বেশি, ৩৫ বছর। অনেক আগে ফেলে এসেছেন নিজের কেরিয়ারের সেরা সময়।

প্রতিবারই অনেক প্রত্যাশা নিয়ে মরসুম শুরু করে নর্থ ইস্ট ইউনাইটেড। ক্লাবের জন সমর্থন রয়েছে। কিন্তু খুব একটা সাফল্য নেই ইন্ডিয়ান সুপার লীগে। গতবার ক্লাবের অন্দরে বিভিন্ন সমস্যার কথা শোনা গিয়েছিল। অখুশি ছিলেন বিদেশি কোচ। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করা হয়েছিল। আগামী মরসুমেও নর্থ ইস্ট ইউনাইটেডকে কেন্দ্র করে থাকবে অনেক প্রত্যাশা।