Transfer window: এবারের ফুটবল মরশুম খুব একটা ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের পক্ষে। শুরুর দিকে বেগ পেতে কিছুটা সময় লেগেছিল অ্যাড্রিয়ান লুনাদের। তবে ম্যাচ এগোনোর সাথে সাথে ছন্দে ফিরেছে দল। যারফলে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে নিজেদের প্রাথমিক অভিযান শেষ করেছিল ইভান ভুকোমানোভিচের ছেলেদের। তবে ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্ব খেলতে গিয়েই দেখা দেয় বিতর্ক।
নির্ধারিত নিয়ম অনুসারে গত মরশুমের নক আউট পর্বের ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দুই দলকে দেখা গেলেও ম্যাচের প্রথমার্ধে গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে দেখা দেয় যাবতীয় বিতর্ক।
আসলে সেই সময় বেঙ্গালুরু এফসির আক্রমণ থামাতে গিয়ে রক্ষনভাগে রীতিমতো জোর দিচ্ছিলেন ডায়মান্টাকোসরা। সেই সময়েই কেরল গোল বক্সের বাইরে একটি ফ্রি কিক পায় বেঙ্গালুরু। তবে রেফারির বাঁশি দেওয়ার আগেই বল তুলে বিপক্ষের জালে জড়িয়ে দেন সুনীল ছেত্রী। সেই নিয়ে পরবর্তী সময় কেরল ফুটবলাররা প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি। শেষপর্যন্ত বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করা হয় রেফারি ক্রিস্টাল জনের তরফ থেকে। যারফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের।
তবে সেই ব্যর্থতা ভুলে এবার আগামী মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিল কেরালা। গত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল জামশেদপুর এফসির অন্যতম তারকা ইশান পন্ডিতাকে নেওয়ার জন্য মোহন-ইস্টের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে কেরালা। এ খনো তাকে নিতে আগ্ৰহ ভুকোমানোভিচের দল।
পাশাপাশি এবার নাকি মুম্বাই সিটির অন্যতম তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্টকে দলে টানতে চাইছে কেরালা ব্লাস্টার্স। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গতবারের মরশুমে এই তারকা ফুটবলারের দৌলতে আইএসএলের সেমিফাইনালে পৌঁছেছিল মুম্বাই। তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয় লাচেনপাদের। আগামী মরশুমের জন্য তাকেই নাকি আনতে চাইছে কেরল। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি মুম্বাই সিটির তরফ থেকে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
