Transfer Window: মরসুমের শুরুটা ভালো করেছিল ক্লাব। শেষটা মনের মতো হয়নি। ট্রফি ক্যাবিনেটে শিল্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। ট্রান্সফার উইন্ডোতে নিজেদের স্কোয়াডে কিছু বদল আনতে চাইছে ইস্পাত নগরীর এই দল। রিলিজ করে দিল নির্ভরযোগ্য এক ফুটবলারকে।
সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবল আঙিনায় অন্যতম সফল ফুটবলার Eli Sabiá। একাধিক দফায় খেলেছেন ভারতে। কেরিয়ারের মধ্য গগণ অতিক্রম করলেও মাঠে নিজের সেরাটা দিয়েছেন ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার। এলিকে প্রথমে ভারতে নিয়ে এসেছিল চেন্নাইয়ন ফুটবল ক্লাব।
Goodbye to our captain, leader, legend. ❤️
We would like to thank @eli_sabia13 for his innumerable contribution to the club in lifting the historic League Shield and being a leader on and off the pitch. 🙏🏽
Wish you the very best for the future! 👍🏻#JamKeKhelo pic.twitter.com/UqtV3nBCHO
— Jamshedpur FC (@JamshedpurFC) July 9, 2023
২০১৬-১৭ মরসুমে প্রথম ভারতে আগমণে। মাঠে নেমে নিজের জাত চেনাতে দেরি করেননি এলি সাবিয়া। এক মরসুম পর যোগ দিয়েছিলেন বিদেশি ক্লাবে। ফের এসেছিলেন ভারত। ২০১৮ তে আল রায়ীদ থেকে ফিরেছিলেন ভারতীয় ক্লাবে। সেই থেকে এ দেশেই ছিলেন। ফিরে এসে পুরনো ক্লাবে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় দফায় চেন্নাইয়ের দলের হয়ে খেলেছিলেন পঞ্চাশের বেশি ম্যাচ। জামশেদপুর এফসির হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন। পরিসংখ্যান অনুযায়ী তিরিশের বেশি ম্যাচে নেমেছিলেন এলি সাবিয়া। সমর্থকদের মধ্যেও জনপ্রিয় ছিলেন ব্রাজিলের এই খেলোয়াড়।
<
p style=”text-align: justify;”>তার বিদায়ের সময়ে জামশেদপুর এফসির পক্ষ থেকে করা হয়েছে মনোগ্রাহী পোস্ট। এলি সাবিয়াকে ক্লাবের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তির তকমা দেওয়া হয়েছে ইস্পাত নগরীর ক্লাবের পক্ষ থেকে।