Hormipam Ruivah: হরমিপামের থেকে নজর সরাচ্ছে মোহনবাগান, কোথায় যাচ্ছেন এই তারকা?

শেষ হিরো আইএসএলের মাঝামাঝি সময় থেকেই একাধিক ফুটবলারদের উপর নজর রাখতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। যার মধ্যে ছিলেন এফসি গোয়ার তারকা ডিফেন্ডার আনোয়ার…

"Mohun Bagan SG's Interest in Promising Footballer Ruivah Hormipam of Kerala Blasters

শেষ হিরো আইএসএলের মাঝামাঝি সময় থেকেই একাধিক ফুটবলারদের উপর নজর রাখতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। যার মধ্যে ছিলেন এফসি গোয়ার তারকা ডিফেন্ডার আনোয়ার আলি থেকে শুরু করে চেন্নাইন দলের অন্যতম তারকা অনিরুদ্ধ থাপা ও কেরল দলের দুই তারকা হরমিপাম রুইভা (Hormipam Ruivah) ও সাহাল আবদুল সামাদ।

তবে মরশুম শেষ হতেই একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। সেইমতো গত কয়েকদিন আগেই চেন্নাইন থেকে দলে টানা হয়েছে তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা কে। এছাড়াও এফসি গোয়া থেকে স্টপার আনোয়ার আলি কে ছিনিয়ে নেওয়ার কথা ও আজ ঘোষণা করা হয় তাদের তরফে। যতদূর জানা গিয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে এনেছে কলকাতার এই প্রধান।

তবে সেখানেই শেষ নয়। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে এবার নাকি কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম তারকা ফুটবলার হরমিপাম রুইভা কে ও চাইছে মোহনবাগান দল। সেইমতো কথাবার্তা ও শুরু করেছিল দুই পক্ষ। এমনকি অনেকদূর এগিয়ে ও গিয়েছিল সমস্ত কিছু। শোনা যাচ্ছিল, এই তরুণ সেন্ট্রাল ব্যাক কে দলে নেওয়ার ক্ষেত্রে সোয়াপ ডিল করতে পারে মোহনবাগান সুপারজায়ান্টস। সেক্ষেত্রে দলের অধিনায়ক প্রীতম কোটাল কে ছাড়তে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। কথাবার্তা ও নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।

তবে দলের অধিনায়ক তথা ঘরের ছেলে প্রীতম কোটালের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না দলের সমর্থকরা। একটা সময় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির তরফ থেকে প্রস্তাব পেয়েছিলেন উত্তরপাড়ার এই তারকা ফুটবলার। তবে সবুজ-মেরুনের সঙ্গে আরও ২ বছরের চুক্তি থাকায় সরাসরি না করে দেন প্রীত। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, আগামী আরও কয়েকটি মরশুম মোহনবাগান দলের হয়ে ফুটবল খেলতে চান প্রীতম কোটাল। তবে তার খেলা নিয়ে থেকে গিয়েছিল ধোঁয়াশা।

অবশেষে উঠে আসল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এফসি গোয়ার থেকে আনোয়ার আলি কে দলে সই করানোর পর থেকেই নাকি হরমিপামের উপর থেকে ধীরে ধীরে আগ্ৰহ হারাতে শুরু করেছে বাগান শিবির। তাই কেরালা ব্লাস্টার্সের এই তারকা ফুটবলারের থেকে নজর সরিয়েছে ম্যানেজমেন্ট। তাহলে এবার কোথায় যেতে পারেন এই তরুণ প্রতিভা? যতদূর খবর চেন্নাইন এফসির পাশাপাশি একটা সময় ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে ও নাকি আগ্ৰহ দেখানো হয়েছিল হরমিপাম কে নেওয়ার ক্ষেত্রে। বর্তমানে সেদিকেই নজর থাকবে ম্যানেজমেন্টের। নাহলে আর একটি মরশুম কেরালায় থাকতে পারেন এই তারকা।