Transfer Window: সেরা সুযোগ পেয়ে গেলেন ভারতীয় ফরোয়ার্ড।

Ranjeet Pandre

Transfer Window: আই লীগের চ্যাম্পিয়ন দল। তাই আসন্ন মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ খেলতে চলেছে পাঞ্জাব এফসি। আই লীগের থেকে ইন্ডিয়ান সুপার লীগ আরও কঠিন বলে মনে করা হয়। তাই স্কোয়াডে কিছু পরিবর্তন করা জরুরি। সেই কাজটাই চালিয়ে যাচ্ছে পাঞ্জাবের ফুটবল দল। সোমবার আক্রমণভাগে লোক বল বৃদ্ধি করার কথা জানাল এই ক্লাব।

দলের আক্রমণভাগে ধার বাড়াচ্ছে পাঞ্জাব এফসি। সোমবার সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে এক নতুন ফরোয়ার্ডকে দলে নেওয়ায় কথা জানানো হয়েছে। আগামী দিনে আইএসএল খেলতে দেখা যেতে পারে রঞ্জিত পান্দ্রেকে (Ranjeet Pandre)। রঞ্জিত ভারতীয় ফুটবল মহলে একটু আন্ডার রেটেড ফুটবলার। সেই অর্থে খুব বেশি সুযোগ পাননি বড় দলের জার্সি পরে মাঠে নামার। নজর কেড়েছেন এই লীগের দ্বিতীয় এবং সিনিয়র ডিভিশনের ম্যাচে।

   

আরও পড়ুন: Sports Updates: ‘নিষিদ্ধ’ কুকুরের জন্য হাতছাড়া হবে ৪,০০,০০০,০০ টাকা!

রঞ্জিত পান্দ্রে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন মুম্বাই কেনক্রে এফসি দলের হয়ে। দ্বিতীয় ডিভিশন থেকে আই লীগের প্রথম ডিভিশন উঠে এসেছিল এই দল। দলের উন্নতির পিছনে অন্যতম কারিগর ছিলেন ছত্তিশগড়ের রঞ্জিত। পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলেছেন ভারতের এই দলের হয়ে। করেছেন বেশ কিছু গোল, ২০২১-২১ এবং ২০২২-২৩ মরসুমে মুম্বাই কেনক্রে এফসির মাঠে নেমেছিলেন ধারাবাহিকভাবে। আসন্ন নতুন মরসুমে খেলবেন পাঞ্জাব এফসির হয়ে।

এই প্রথম ইন্ডিয়ান সুপার লীগ খেলবেন রঞ্জিত পান্দ্রে। মুম্বাই কেনক্রে এফসি ছাড়া কেরিয়ারের শুরুর দিকে খেলেছিলেন চেন্নাই সিটির হয়ে। পরপর তিন মরসুম ছিলেন এই ক্লাবে। এটিও আই লীগের ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন