Transfer Window: ইন্টার কাশি দলের সঙ্গে যুক্ত হলেন আইএসএলের দাপুটে বিদেশি

Transfer Window: উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো এবার জাতীয় স্তরের লিগের লড়াইতে উঠে এসেছে কোনো ফুটবল ক্লাব। সেটি বারাণসীর এই ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব।

Peter Hartley

Transfer Window: উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো এবার জাতীয় স্তরের লিগের লড়াইতে উঠে এসেছে কোনো ফুটবল ক্লাব। সেটি বারাণসীর এই ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। বিদেশের মাটিতে যথেষ্ট প্রভাব বিস্তার করা একাধিক ফুটবল ক্লাবের ছত্রছায়ায় থেকে এবারের এই বড় টুর্নামেন্টে খেলতে নামছে এই নয়া দল।

যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব। বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেইমতো এবার একের পর এক খেলোয়াড় চূড়ান্ত করা হতে থাকে ম্যানেজমেন্টের তরফ থেকে। তাদের মধ্যেই এবার হিরো আইএসএল খেলা এক বিদেশি ফুটবলারকে দলে চূড়ান্ত করল এই ক্লাব।

   

Jamshedpur FC ,captain, Peter Hartley, Football

তিনি তারকা ডিফেন্ডার পিটার হার্টলি। হ্যাঁ ঠিক শুনেছেন। একটা সময় সান্ডারল্যান্ডের যুব দল থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে সিনিয়র দলের হয়ে খেলেন তিনি। পরবর্তীতে হার্টপুল ও মাদারওয়েল হয়ে একটা সময় হিরো আইএসএল খেলতে জামশেদপুর এফসিতে যোগদান করেন এই তারকা ফুটবলার। সেবার দলের হয়ে জেতেন আইএসএলের লিগশিল্ড শিরোপা। তবে শেষ মরশুমে ব্রিটেন ফিরে গিয়ে হার্টপুলের হয়ে খেললেও এবার ভারতে ফিরে গায়ে চাপাবেন ইন্টার কাশির জার্সি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দলের নতুন কোচের নাম ঘোষণা করা হয়েছিল বারাণসীর এই ফুটবল ক্লাবের তরফে। সেই অনুযায়ী তাদের প্রথম দুইটি মরশুমের কথা মাথায় রেখে দলের দায়িত্ব সামলাবেন কার্লোস সান্তামারিনা। পূর্বে আইএসএলের মতো প্রথম শ্রেণীর মতো টুর্নামেন্টে ও কোচিং করিয়ে এসেছেন এই বিদেশি কোচ। পেয়েছেন সাফল্য। তাই গত মরশুমের পর থেকেই এই নয়া ফুটবল দলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল প্রবলভাবে। শেষ পর্যন্ত গত মাসের মাঝামাঝি সময় নিজের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় এই নয়া কোচের নাম। নয়া ফুটবল মরশুমে আদৌ কতটা সফল হয় এই দল, এখন সেটাই দেখার।