Transfer window: বছর শেষের আগেই আইএসএলের লিগ জয়ী ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer window) যত কাছাকাছি এগিয়ে আসছে তত’ই আইএসএলের ক্লাব গুলোর সাথে নাম জড়াচ্ছে একাধিক ফুটবলারদের। এরমধ্যে অতি সম্প্রতি যে নামটি বারবার ইস্টবেঙ্গলের…

East Bengal FC bounced back

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer window) যত কাছাকাছি এগিয়ে আসছে তত’ই আইএসএলের ক্লাব গুলোর সাথে নাম জড়াচ্ছে একাধিক ফুটবলারদের। এরমধ্যে অতি সম্প্রতি যে নামটি বারবার ইস্টবেঙ্গলের সাথে জড়িয়েছে,সেটা জামশেদপুর এফসির ব্রিটিশ ডিফেন্ডার পিটার হার্টলের নাম।

শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য টার্গেট করেছিল লাল হলুদ। আইএসএলে ৪৭ ম‍্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই ফুটবলার এলে ইস্টবেঙ্গলের ডিফেন্স দারুণ মজবুত হবে সেই কথা বলাই বাহুল্য। তার অভিজ্ঞতা লাল হলুদকে ইতিবাচক ফুটবল খেলতে সাহায‍্য করবে।

Jamshedpur FC ,captain, Peter Hartley, Football

গতবছর আইএসএলের লিগ চ‍্যাম্পিয়ান হয়েছিল জামশেদপুর এফসি।এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পিটার হার্টলে। ভালো ডিফেন্স করার পাশাপাশি গোলটাও বেশ ভালো চেনেন এই ফুটবলার। আইএসএলে ছয়টা গোল করার অভিজ্ঞতা আছে তার।এমন বিরাট মাপের একজন ফুটবলার আসায় দারুণ ভরসা পাবে ইস্টবেঙ্গল,কারণ সকলের তো আর বড়ো দলের জার্সি গায়ে চাপানোর চাপ নেওয়ার ক্ষমতা থাকেনা।কিন্তু হার্টলের যে বিরাট পরিমাণ অভিজ্ঞতা এবং কোয়ালিটির অধিকারী তাতে তিনি এই চাপ সামলে নেবেন বলেই মনে করা হচ্ছে।শুক্রবার জামশেদপুর এফসির তরফে তাকে রিলিজ করে দেওয়ার খবর এসেছিলো সামনে, তাই জানুয়ারি মাসের প্রথমেই তার লাল হলুদ ব্রিগেডে যোগ দেওয়াটা এখন খালি সময়ের অপেক্ষা।