Transfer Window: ভারতে ফিরে আসতে পারেন দুঁদে স্ট্রাইকার

এবারে ভারতে ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার পর থেকে একের পর এক ঘটনা ঘটেছে ভারতীয় ফুটবল মহলে। হয়েছে একাধিক দল বদল।

Richard Gadze

এবারে ভারতে ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার পর থেকে একের পর এক ঘটনা ঘটেছে ভারতীয় ফুটবল মহলে। হয়েছে একাধিক দল বদল। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বাকি রয়েছে এখনও বেশ কিছু দিন। তার আগে অনেক ঘটনার সাক্ষী থাকতে পারেন ভারতীয় ফুটবল প্রেমীরা। ঘটতে পারে কিছু প্রত্যাশিত দল বদল।

দল বদল যে শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবগুলোর মধ্যে এমনটা নয়। তৃণমূল স্তরের ক্লাবেও হচ্ছে দল বদল, আই লীগের ক্লাবগুলোতেও। ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ভারতে কয়েক বছর আগে খেলে যাওয়া এক স্ট্রাইকার ফের ফিরে আসতে পারেন। ২০১৫ সালে ভারতে খেলতে এসেছিলেন ঘানার এক তরুণ স্ট্রাইকার রিচার্ড গাডসে।

তখন তার বয়স ছিল অনেক কম। কিন্তু প্রতিপক্ষের গোলের সামনে নজর কেড়েছিলেন। বড় চেহারার ফুটবলার। টার্গেট ম্যান হওয়ার মতো গুণ দেখা গিয়েছিল ঘানার এই ফুটবলারের মধ্যে। এখন রিচার্ডের বয়স তখন ২৮ বছর। আন্তর্জাতিক ফুটবল সার্কিটে খেলছেন ধারাবাহিকভাবে।

ভারতে আসার পর তৎকালীন তরুণ এই স্ট্রাইকার খেলছিলেন দিল্লি ডায়নামোস ক্লাবে। দুটি মরসুম ক্লাবের সঙ্গে চুক্তি করছিলেন তিনি। মাঝে একাধিক ক্লাবে গিয়েছিলেন লোনে। দিল্লির এই ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবটির হয়ে অবশ্য খুব বেশি গোল করতে পারেননি তখন। তবে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। এখন তিনি তার কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন। আগের থেকে হয়েছেন আরো পরিণত। নেরোকা সত্যি এই সম্ভাবনাকে বাস্তবের রূপ দিতে পারলে নজর রাখবেন ভারতীয় ফুটবল প্রেমীরা।