Mohun Bagan: খেলোয়াড়দের খেলায় খুশি হাবাস, কী বলছেন তিনি?

এবার অমীমাংসিত ফলাফল নিয়ে শেষ হয়েছে আইএসএলের প্রথম লেগের ডার্বি। সময় শেষে খেলার ফলাফল থেকেছে ২-২ গোল। ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে গোল করেন যথাক্রমে অজয়…

Antonio Lopez Habas

এবার অমীমাংসিত ফলাফল নিয়ে শেষ হয়েছে আইএসএলের প্রথম লেগের ডার্বি। সময় শেষে খেলার ফলাফল থেকেছে ২-২ গোল। ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে গোল করেন যথাক্রমে অজয় ছেত্রী ও ক্লেটন সিলভা। অন্যদিকে, মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের জার্সিতে গোল পান যথাক্রমে আর্মান্দো সাদিকু ও দিমিত্রি পেত্রাতোস। এগিয়ে থেকে ও জয় পাওয়া সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। অন্যদিকে, পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল হাবাসের ছেলেরা।

যারফলে, কিছুটা হলেও খুশি বাগান দলের ফুটবলাররা। তবে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিতে ভোলেননি শুভাশিস বসু। তার কথায়, আমরা দুবার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছি। এটা যথেষ্ট স্বস্তিজনক। সেইসাথে দলের ফুটবলারদের ও আত্মবিশ্বাস বাড়াবে‌।‌ তবে ভারতীয় ফুটবলের মান উন্নত করতে হলে রেফারিং ও যথেষ্ট উন্নত করতে হবে।

একইভাবে রেফারিং নিয়ে ক্ষোভ উপড়ে দিতে দেখা যায় বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। প্রথমে সাংবাদিকদের তরফ থেকে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতীয় দলের দায়িত্ব পালন করার পর ক্লাবে ফিরে খুব অল্প সময়ে অনুশীলন করার সুযোগ পেয়েছে আমাদের দলের ছেলেরা।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের ফুটবলারদের পারফরমেন্স যথেষ্ট নজর করা থেকেছে তার কাছে। তবে রেফারি সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি হাবাসের পক্ষে। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের তরফে যে পেনাল্টি প্রদান করা হয়েছিল তাও খুব একটা ভালোভাবে নেননি তিনি।

তবে এত কিছুর পরেও তার দলের ফুটবলাররা যে লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে তাতে তিনি কুর্নিশ জানাচ্ছেন। আগামী দিনে এই ধারাই বজায় রাখতে চান হাবাস। আগামী ১০ তারিখ হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এখন সেদিকেই নজর থাকবে সকলের।