Mohun Bagan: জামশেদপুরের এই ফুটবলারের দিকে নজর সবুজ-মেরুনের

Sanan Mohammed K

গতবছর অল্পের জন্য আইএসএলের লিগশিল্ড হাতছাড়া হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) ফুটবল দলের। সেই নিয়ে হতাশা ছিল সকলের মধ্যে। তবে পরবর্তীতে আইএসএল ফাইনালে তারা পরাজিত করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি দলকে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল দলের সকল সমর্থকদের কাছে।

পরবর্তীতে সেই ছন্দ বজায় রেখেই নতুন মরশুমে ডুরান্ড কাপ জয় সবুজ-মেরুনের। তারা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। সাফল্যের এই সাফল্যের সরনীতে আনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের। বলাবাহুল্য, এই ফুটবল সিজনে তার সক্রিয়তায় লিগশিল্ড জয় করেছে এই প্রধান।

   

তবে এবার সেই সাফল্য ভুলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বলতে গেলে গতবারের মতো এবারও ট্রফি নিজেদের কাছে রাখতে চাইছে মোহনবাগান। সেই লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ওডিশা এফসি। দুইটি লেগে তাদের আটকাতে পারলেই টুর্নামেন্টের ফাইনালে উঠে যাবে হাবাসের দল। তারপর আর সামান্য অপেক্ষা। আগামী মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এসবের মাঝে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে সুপারজায়ান্টস। এক্ষেত্রে অনেক আগেই দলের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।

সেই তালিকায় রয়েছেন ভারতীয় তারকা তথা দলের গোলরক্ষক বিশাল কায়েথ। তবে নতুন সিজনের কথা মাথায় রেখে বেশ কিছু তরুণ ফুটবলারদের দিকে নজর রয়েছে মোহনবাগানের। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে যাচ্ছে জামশেদপুর এফসির উইঙ্গার সানান মোহাম্মাদের কথা। এই সিজনে খালিদ জামিলের দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বছর কুড়ির এই ফুটবলার। শেষ পর্যন্ত দল প্লে-অফে না উঠতে পারলেও বেশ কিছু ফুটবলারদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

তাদের মধ্যেই একজন এই সানান। চুক্তি অনুযায়ী, মে মাসের শেষ পর্যন্ত জামশেদপুরের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়ানোর কোন সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। তাই সব দিকে নজর রেখেই তাকে দলে টানতে চাইছে গতবারের আইএসএল জয়ীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন