Share smarket:লোকসভা নির্বাচন শুরুতেই সপ্তাহের প্রথম দিনেই ৪ শেয়ারে মিলতে চলেছে দুর্দান্ত রিটার্ন

লোকসভা নির্বাচন শুরু হওয়ায় শেয়ার বাজারে পড়তে শুরু করেছে বিশেষ প্রভাব। ক্রমাগত ঘুরে দাঁড়াচ্ছে স্টক মার্কেট। সপ্তাহের প্রথম দিনেই সেই সকলচকোম্পানিগুলির স্টকে দেখা যেতে পারে…

share market

লোকসভা নির্বাচন শুরু হওয়ায় শেয়ার বাজারে পড়তে শুরু করেছে বিশেষ প্রভাব। ক্রমাগত ঘুরে দাঁড়াচ্ছে স্টক মার্কেট। সপ্তাহের প্রথম দিনেই সেই সকলচকোম্পানিগুলির স্টকে দেখা যেতে পারে বিশেষ উন্নতি। তাদের মিধ্যে রয়েছে টাটা স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক ও রিলায়েন্সের মতো কোম্পানি। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, চলতি সপ্তাহের সোমবার থেকে ফের বাজারে বুলিশ ট্রেন্ড দেখা যেতে পারে। কারণ, ভারতে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এর প্রভাব স্টক মার্কেটে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই লার্জ ক্যাপ কোম্পানিগুলির স্টকের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

টাটা স্টিল:
সপ্তাহের শুরুতেই 162 টাকায় বিক্রি হচ্ছে টাটা স্টিলের শেয়ার। এতে টার্গেট ও স্টপ লস যথাক্রমে 170 ও 158 টাকা ধার্য করা হয়েছে। লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চাইলে টাটা স্টিলের স্টক অন্যতম সেরা বিকল্প হতে পারে।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড:
এই নামি সংস্থাটির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 2231 টাকায়। দিন শেষ যার দাম উঠতে পারে 2310 টাকা। এতে 2185 টাকা স্টপ লস সেট করা হয়েছে।

গ্রাসিম ইন্ডাস্ট্রিজ:
এই কোম্পানির স্টক কিনতে খরচ হবে 2273 টাকা। এর স্টপ লস 2225 টাকা ধার্য করেছে ব্রোকারেজ ফার্ম। অন্যদিকে গ্রাসিম ইন্ডাস্ট্রিজের শেয়ারের টার্গেট সেট হয়েছে 2340 টাকা।

রিয়ায়েন্স ইন্ডাস্ট্রিজ:
2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেই রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিপুল লাভ করেছে মুখেশ আম্বানির কোম্পানি। ফলে রিলায়েন্সের শেয়ারে নজর রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, আদানি গ্রিণ ও জিও ফিন্যান্সিয়াল লিমিটেড ভালো রিটার্ন মিলবে বলে মনে করছেন