Transfer Rumours: ভারতে ফিরতে পারেন স্প্যানিশ লিগে খেলা স্ট্রাইকার? বাড়ছে জল্পনা

নতুন মরসুমে (Transfer Rumours) কিছু চমকের আশা করছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। ইন্ডিয়ান সুপার লিগে দেখা যেতে পারে একাধিক নতুন বিদেশি। লিগে আগে খেলা কোনো ফুটবলার…

transfer rumours about Sergio Castel

নতুন মরসুমে (Transfer Rumours) কিছু চমকের আশা করছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। ইন্ডিয়ান সুপার লিগে দেখা যেতে পারে একাধিক নতুন বিদেশি। লিগে আগে খেলা কোনো ফুটবলার ফিরতে পারেন কি না সে ব্যাপারেও ফুটবল অনুরাগীদের মনে প্রশ্ন রয়েছে।

২০১৯-২০ মরসুমে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন Sergio Castel নামের এক বিদেশি স্ট্রাইকার। ভারতে প্রথমবার খেলতে এসেই বেশ কিছু গোল করেছিলেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ১১ ম্যাচ খেলে ইন্ডিয়ান সুপার লিগে ৭ টি গোল রয়েছে তাঁর নামের পাশে। ওই একটাই মরসুম খেলেছিলেন ভারতে।

   

Carlitos: ইস্টবেঙ্গলের দল গঠনের জল্পনা যুক্ত হল স্প্যানিশ ফরোয়ার্ডের নাম

সের্জিও ক্যাসেল লোনে যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। অ্যাথেলেটিকো মাদ্রিদের বি দল থেকে লোনে এসেছিলেন ইস্পাতনগরীর ক্লাবে। তারপর আবার লোনে গিয়েছিলেন স্পেনের ক্লাব ইবিজা-তে। সম্প্রতি খেলেছেন সাইপ্রাসের এক ক্লাবের হয়ে। সের্জিও আগামী দিনে নতুন কোনো দলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Sergio Castel আবার কি যোগ দিতে পারেন ভারতের কোনো ক্লাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে এই প্রশ্ন। স্পেনের এই স্ট্রাইকারের কাছে একাধিক ক্লাবের প্রস্তাব থাকার সম্ভাবনা রয়েছে। একাধিক ক্লাবের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও অনুমান। আগামী দিনে কোন ক্লাবে খেলবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি।

Bengal Pro T20 League: বর্ধমান-বীরভূমের ক্লাবের হয়ে খেলবেন আইপিএল তারকা, চূড়ান্ত কোচ

জামশেদপুর এফসির আক্রমণভাগে নতুন স্ট্রাইকার যুক্ত হতে পারে। এতদিন ড্যানিয়েল চিমা চুকুউ ছিলেন দলের আক্রমণভাগের নেতৃত্বে। তিনিও সম্ভবত দল বদল করতে চলেছেন। ফলত নতুন স্ট্রাইকার সই করাতে হবে জামশেদপুর এফসিকে। চিমা চুকুউর বদলে ২৯ বছর বয়সী Sergio Castel হতে পারেন উপযুক্ত ফুটবলার। ভারতীয় ফুটবলে ইতিমধ্যে পরীক্ষিত। তবে ভারতের কোনো ক্লাবে যোগ দেবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়।