Bengal Pro T20 League: বর্ধমান-বীরভূমের ক্লাবের হয়ে খেলবেন আইপিএল তারকা, চূড়ান্ত কোচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে টি২০ লিগ। Bengal Pro T20 League-এ রাঢ় বঙ্গ থেকেও অংশ নিতে চলেছে ক্লাব। বীরভূম থেকে টুর্নামেন্টে অংশ…

shahbaz ahmed Bengal Pro T20 League

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে টি২০ লিগ। Bengal Pro T20 League-এ রাঢ় বঙ্গ থেকেও অংশ নিতে চলেছে ক্লাব। বীরভূম থেকে টুর্নামেন্টে অংশ নেবে Rarh Tigers। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে কোচ ও দলের মার্কি ক্রিকেটার। রার টাইগার্সের মার্কি ক্রিকেটার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

Team India: গম্ভীর হতে পারেন টিম ইন্ডিয়ার কোচ? কঠিন প্রশ্নের মুখে BCCI

   

Shahbaz Ahmed রাঢ় টাইগার্সের মার্কি ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটমহলে শাহবাজ আহমেদ প্রতিষ্ঠিত একজন অলরাউন্ডার। খেলেছেন ভারতের জাতীয় দলের হয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, এখন সানরাইজার্স হায়দরাবাদ দলের অংশ। শাহবাজের মতো অলরাউন্ডারের উপস্থিতি রাঢ় টাইগার্সের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

IPL 2024: ‘ঠান্ডা ঘরে বসে বলা খুব সহজ’, জ্বলে উঠলেন গম্ভীর

টাইগার্স লাইনআপে শাহবাজ আহমেদের অন্তর্ভুক্তি দলের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে স্ট্যান্ডআউট পারফর্মার হিসাবে শাহবাজ প্রতিভা, অভিজ্ঞতা এবং ম্যাচ জয়ের দক্ষতা নিয়ে আসিবেন দলে। তাঁর বিস্ফোরক ব্যাটিং, স্পিন বোলিং এবং ফিল্ডিং যে কোনও দলের জন্য সম্পদ।

Carlitos: ইস্টবেঙ্গলের দল গঠনের জল্পনা যুক্ত হল স্প্যানিশ ফরোয়ার্ডের নাম

দলের কোচ আবদুল মোনায়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “এই খবর জানাতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বীরভূম জেলার সিউরির একজন গর্বিত সন্তান এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি সম্মানের সাথে ঘোষণা করছি যে আসন্ন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য আমাকে রাঢ় টাইগার্স দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে! ক্রিকেট মঞ্চে বীরভূম এবং বর্ধমান উভয় জেলাকেই প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ। আমার সকল সহকর্মী ‘রারিয়ানদের’ আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।”