East Bengal: এই বিদেশি ফুটবলারের দিকে নজর মশাল‌ ব্রিগেডের

বহু অপেক্ষার পর এবার জাতীয় স্তরের কোনো ট্রফি এসেছে ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাব তাঁবুতে। বহু বছর পর আবারো আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা…

Mohammed Rashid

বহু অপেক্ষার পর এবার জাতীয় স্তরের কোনো ট্রফি এসেছে ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাব তাঁবুতে। বহু বছর পর আবারো আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে কলকাতা ময়দানের এই প্রধান দলকে। যা নিঃসন্দেহে খুশির খবর সমর্থকদের জন্য। এমনকি এবারের এই আইএসএল ফুটবল টুর্নামেন্টের প্লে-অফে যাওয়ার সুযোগ ও চলে এসেছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের কাছে।

যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে অভিযান শেষ করেছে এই ফুটবল ক্লাব। তবে আগামী মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

ফরাসি ফুটবলার মাদিহ তালাল থেকে শুরু করে ভারতীয় ফুটবলার ডেভিড লালাসাঙ্গার সাথেও চূড়ান্ত হয়ে গিয়েছে সমস্ত কিছু। চেন্নাইন এফসি দলের তরুণ মিডফিল্ডার নিনথোই মেতেইয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এই প্রধান। চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চেন্নাইন দলের চুক্তি থাকলেও এখনো তা বাড়ানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি তার বর্তমান দল।

সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে দলে নিতে চাইছে মশাল ব্রিগেড। এছাড়াও কাশ্মীরের ডিফেন্ডার সাজ্জাদ হুসেনকে ও দলে পেতে আগ্রহী মশাল ব্রিগেড। পাশাপাশি আইলিগের বেশ কিছু নতুন প্রতিভার দিকেও নজর রয়েছে তাদের।

এবার উঠে এল এক বিদেশী ফুটবলারের নাম। তিনি মোহাম্মদ রশিদ। বর্তমানে লিগ ওয়ানের ক্লাব বালি ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে খেলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শোনা যাচ্ছে, ২৮ বছরের এই বিদেশী ফুটবলারের দিকে গত কয়েক সপ্তাহ ধরেই নজর রাখছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান। আদৌ তাকে নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত না হলেও সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।