EPL : বর্ষসেরা সালাহ, সেরা একাদশে রোনাল্ডো, দেখে নিন আর কারা সুযোগ পেলেন দলে

অল্পের জন্য এবার ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) হাতছাড়া হয়েছে লিভারপুলের। কিন্তু ২৩টি গোল করে ইপিএলে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যুগ্মভাবে শীর্ষে দলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ।…

অল্পের জন্য এবার ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) হাতছাড়া হয়েছে লিভারপুলের। কিন্তু ২৩টি গোল করে ইপিএলে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যুগ্মভাবে শীর্ষে দলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। স্বাভাবিক ভাবেই পিএফএ (প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন)-এর বিচারে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশরীয় মেসি। দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করলেন সালাহ।

২৩টি গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। লিভারপুলের রানার্স হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া কের্বার কাপ এবং এফএ কাপেও দারুণ পারফর্ম করেন সালাহ। সেইসঙ্গে এদিন পিএফএ প্রিমিয়ার লিগের সেরা একাদশও ঘোষণা করেছে। অবাক করার বিষয়, বর্ষসেরা একাদশে জায়গা হয়নি সালাহর সমান ২৩ গোল করা টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা সন হিউং মিনের। ছয় নম্বরে থেকে লিগ শেষ করলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন এই একাদশে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বর্ষসেরা একাদশে গোলরক্ষক ও জোড়া ফরোয়ার্ডসহ সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় জায়গা পেয়েছেন লিভারপুল থেকে। চ্যাম্পিয়ন হয়েও ম্যান সিটি থেকে রয়েছেন মাত্র তিনজন ফুটবলার। বাকি দু’জন ম্যান ইউ ও চেলসি। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তাঁর আগে পরপর দুই বছর এই পুরস্কার জিতেছেন রায়ান গিগস, রবি ফাওলার, ওয়েন রুনি ও ডেলে আলি।

এক ঝলকে দেখে নিন পিএফএ নির্বাচিত প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশঃ অ্যালিসন বেকার (লিভারপুল), ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), হোয়াও ক্যানসেলো (ম্যাঞ্চেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), বার্নার্দো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), সাদিও মানে (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) ও মহম্মদ সালাহ (লিভারপুল)।