ATK Mohun Bagan: সবুজ-মেরুনে সই করছেন ইশান? তৈরি হল জল্পনা

Ishan Pandita, the Indian footballer, possibly signing for ATK Mohun Bagan

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেইসাথে গোল্ডেন গ্লাভস ও উঠেছে দলের গোলরক্ষক বিশাল কাইথের হাতে। মরশুমের শুরুতে মুম্বাই-হায়দরাবাদের দাপটের সামনে কিছুটা পিছিয়ে পড়লে ও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথম দিকে লড়াইয়ে টিকে থাকার জন্য যথেষ্ট বেগ পেতে হলেও দ্বিতীয় লেগে কেরালা বধের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি হুয়ান ফেরেন্দোর ছেলেদের। নকআউট পর্বে অনায়াসেই তারা পরাজিত করে ওডিশা এফসি কে। তারপর সেমিতে হায়দরাবাদ ও ফাইনালে বেঙ্গালুরু। উভয় ক্ষেত্রেই ট্রাইবেকারে মাধ্যমে নির্ধারিত হয় ম্যাচ। সেখানেই দুই হেভিওয়েট কে টেক্কা দিয়ে ট্রফি জিতে নেয় মেরিনার্সরা। তবে চিন্তা থেকে গিয়েছে দলের অন্দরে।

   

আসলে প্রথম একাদশে ম্যাকহিউয়ের পাশাপাশি দিমিত্রি ও বুমোসরা থাকলেও গোটা মরশুম জুড়ে দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগেছে এটিকে মোহনবাগান। যারফলে, বহু জেতা ম্যাচ মাঠেই রেখে আসতে হয়েছে তাদের। দিমিত্রি কে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হলেও সেখানে খুব একটা স্বাচ্ছন্দ্য নন এই অজি তারকা।

যারফলে, নতুন মরশুমের জন্য দক্ষ স্ট্রাইকারের খোঁজ শুরু করে দিয়েছে দল। এই পরিস্থিতিতে তাদের নজর গিয়ে পড়েছে দেশীয় তারকা ইশান পন্ডিতার উপরে। বর্তমানে তিনি জামশেদপুর এফসির সাথে চুক্তিবদ্ধ থাকলেও আগামী মাসেই চুক্তি শেষ হচ্ছে তাদের। সেই সুযোগ কে কাজে লাগিয়েই এবার এই তরুন তারকা কে দলে আনতে চায় এটিকে মোহনবাগান।

তবে শুধু মোহনবাগানই নয়। তাকে দলে নিতে আগ্ৰহী ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। পাশাপাশি লড়াইতে রয়েছে কেরালা। শেষ পর্যন্ত কোথায় সই করবেন তিনি? এই নিয়েই বড়বড় ইঙ্গিত মিলল এবার। আজ নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন লিস্টন কোলাসো। সেখানেই কমেন্ট করতে দেখা যায় জামশেদপুরের এই তারকা ফুটবলারকে। যেখানে ‘সুন’ বলে একটি ইমোজি ব্যবহার করেন তিনি। সেই নিয়েই নতুন করে দেখা দিয়েছে জল্পনা। অনেকেই মনে করতে শুরু করেছেন যে আগামী মরশুমের জন্য হয়ত মোহনবাগান কেই বেছে নিয়েছেন ইশান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন