Transfer News | জার্সি বদল করলেন দুই পায়ে সমান সাবলীল ভারতীয় ডিফেন্ডার

ফের নতুন একটি ক্লাবের জার্সি পরবেন Naocha Singh। নওচা মণিপুরের ফুটবলার। খেলেন সেন্ট্রাল ব্যাক কিংবা ফুল ব্যাক পজিশনে। এবার তাকে দলে নিয়ে রক্ষণের গভীরতা বাড়িয়ে নিল ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স।

Naocha Singh

Transfer News | খাতায় কলমে মুম্বই সিটি এফসির ফুটবলার। কিন্তু কেরিয়ারের অর্ধেক সময় তার কাটছে লোনে অন্য ক্লাবে খেলে। যদিও প্রতিভার জোরে ক্লাবের অভাব হচ্ছে না তরুণ ভারতীয় ফুটবলারের। চলতি ট্রান্সফার উইন্ডোতে মুম্বই থেকে কেরালা পারি দিলেন বছর তেইশের ফুটবলার।

ফের নতুন একটি ক্লাবের জার্সি পরবেন Naocha Singh। নওচা মণিপুরের ফুটবলার। খেলেন সেন্ট্রাল ব্যাক কিংবা ফুল ব্যাক পজিশনে। এবার তাকে দলে নিয়ে রক্ষণের গভীরতা বাড়িয়ে নিল ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স। মুম্বই সিটি এফসি থেকে লোনে কেরালার ক্লাবে যোগ দিলেন তিনি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কেরালার পক্ষ থেকে দেওয়া হয়েছে নওচার আগমনের খবর।

   

মণিপুরের বাসিন্দা হুইড্রোম নওচা সিং তার ক্যারিয়ার শুরু করেছিলেন নেরোকা এফসির যুব দল থেকে। ২০১৮ সালে নেরোকাতে ফিরে আসার আগে তিনি TRAU এফসির হয়ে সিনিয়র দলে অভিষেক করেছিলেন। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে শিরোপা জয়ী আই লিগ এবং ডুরান্ড কাপ অভিযানের দুর্দান্ত মরসুমের পরে ২৩ বছর বয়সী ডিফেন্ডার হিরো আইএসএল ২০২১-২০২২ মরসুমের আগে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছিলেন।

এরপর ২০২১-২০২২ মরসুমের অর্ধেক সময় এসসি ইস্ট বেঙ্গলের হয়ে লোনে কাটান মণিপুরি ডিফেন্ডার। ব্লাস্টার্সে যোগ দেওয়ার আগে নওচা রাউন্ডগ্লাস পাঞ্জাবে লোনে গিয়েছিলেন। আরেকটি শিরোপা জয়ের অভিযানের পথে তিনি ১৫ টি ম্যাচ খেলেছিলেন। সেই সঙ্গে তুলে ধরেছিলেন নিজের ফুটবল দক্ষতা।

উভয় পায়ে সাবলীল নওচা ডিফেন্স জুড়ে যে কোনও জায়গায় খেলতে সক্ষম। তিনি তার গতি, শক্তি এবং মোকাবেলা করার ক্ষমতার জন্য পরিচিত। ফুলব্যাক হিসেবে যে কোনো দলের জন্য তিনি হয়ে উঠতে পারেন সম্পদ। গোটা মাঠ জুড়ে খেলার ক্ষমতা তার রয়েছে।