ইস্টবেঙ্গলের আরও এক প্রাক্তন ফুটবলারের কাঁধে গুরু দায়িত্ব

সালাম রঞ্জন সিংয়ের (Salam Ranjan Singh) কথা ইস্টবেঙ্গল ( East Bengal) সমর্থকদের স্মরণে রয়েছে নিশ্চই।

salam ranjan singh

সালাম রঞ্জন সিংয়ের (Salam Ranjan Singh) কথা ইস্টবেঙ্গল ( East Bengal) সমর্থকদের স্মরণে রয়েছে নিশ্চই। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯, এই দুই মরসুমে লাল হলুদ জার্সি পরে নজর কেড়েছিলেন ভারতীয় ফুটবল প্রেমীদের। ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন এই ফুটবলার।

ইস্টবেঙ্গলের জার্সি আর পরা হয়নি সালামের। সালাম রঞ্জন সিংয়ের ফুটবল দক্ষতা দেখে তাকে দলে নিতে দেরি করেনি এটিকে। আই লীগ, কলকাতা ফুটবল লীগের গণ্ডি পেরিয়ে ঝাঁ চকচকে ইন্ডিয়ান সুপার লীগে গিয়েছিলেন মণিপুরের এই ফুটবলার। লাল হলুদ জার্সিতে যে খেলাটা তিনি দেখিয়েছিলেন, লাল সাদা জার্সিতে তার অর্ধেকও পারফরম্যান্স করতে পেরেছিলেন কি না সন্দেহ। এটিকে মোহন বাগানের হয়ে আরও নিষ্প্রভ। আশঙ্কা করা হচ্ছিল হয়তো হারিয়েই যাবেন সালাম রঞ্জন সিং।

সালাম হারিয়ে যাননি। দলের রক্ষণ ভাগ সামলানোর মতো নিজের কেরিয়ারকেও সামলেছেন। ক্রমে অন্য দলে গিয়ে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করেছেন ম্যাচ টাইম। কলকাতার ইন্ডিয়ান সুপার লীগের দলের পর গিয়েছিলেন চেন্নাইয়ের আইএসএল দলে। তারপর Trau এফসিতে। সিনিয়র পর্যায়ে ফুটবল খেলা জারি রাখলেও পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আরও একবার বড় সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার। নতুন মরসুমে নতুন ক্লাব।

Gokulam কেরালা এফসি সালাম রঞ্জন সিংকে দলে নিয়েছে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যম জানানো হয়েছে এই সই সংবাদ। সালামকে দলে পেয়ে পোস্টের কমেন্টে বক্সে উচ্ছ্বাস প্রকাশ করছেন ক্লাবের সমর্থকরা। Gokulam কেরালা এফসির হয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করুক সালাম, চাইবেন ফুটবল প্রেমীরা।