Transfer News: হেনরি কিসেকার দেশ থেকে আসছেন আরও এক ফুটবলার!

Transfer News gokulam kerala fc trying to sign in Abdu Lumala

কলকাতায় খেলে নাম করেছিলেন হেনরি কিসেকা। গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala FC) হাত ধরে প্রবেশ করেছিলেন ভারতীয় ফুটবলে। তারপর যোগ দিয়েছিলেন মোহনবাগানে। সেই হেনরি কিসেকার দেশ থেকে আসতে পারেন (Transfer News) আরও এক তারকা ফুটবলার। দেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

East Bengal: অনেক দূর যেতে পারে নসীব-তন্ময় জুটি

   

আই লিগ জিততে পারলে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সুযোগ। সম্প্রতি সময়ে দক্ষিণ ভারতীয় একাধিক ফুটবল ক্লাব নজর কেড়েছে। গোকুলাম কেরালা এফসি তাদের মধ্যে অন্যতম। গত মরসুমে আই লিগ সেরা হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। গোকুলাম কেরালা এফসি দু’বার হয়েছিল আই লিগ সেরা। ২০২০-২১ ও ২০২১-২২ মরসুমে খেতাব জিতেছিল ক্লাব। ২০২৩-২৪ মরসুমে ছিল ক্রম তালিকার তৃতীয় স্থানে।

আসন্ন মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ভাল দল গড়লে ও ভাল খেলতে পারলে আই লিগ সেরা হওয়ার সুযোগ থাকবে গোকুলামের সামনে। সেই লক্ষ্যে দল গঠনের কাজ শুরু করেছে ক্লাব। রিক্রুট করা হচ্ছে নতুন বিদেশি ফুটবলার।

ইস্টবেঙ্গল ৭-৫ মোহনবাগান, এখানেও পিছিয়ে পালতোলা নৌকা

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে উগান্ডার ফুটবলার আব্দু লুমালাকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে গোকুলাম কেরালা এফসি। লুমালা ২৬ বছর বয়সী ফুটবলার। জাতীয় দলের হয়ে খেলেছেন কিছু ম্যাচ। সম্প্রতি খেলেছেন ক্রোয়েশিয়ার ফুটবলার ক্লাবের হয়ে। এখনও পর্যন্ত ভারতের কোনও ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন