Transfer News: মোহনবাগানে ধীরাজ চূড়ান্ত হওয়ার দিনেই চমক দিল অন্য এক ক্লাব

Transfer news from mohun bagan and north east united fc

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) সই করলেন ধীরাজ সিং। আক্রমণভাগের পর গোলকিপিং পজিশনেও শক্তি বাড়িয়ে নিয়েছে ক্লাব। একই দিনে সই সংবাদ (Transfer News) দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের অন্য এক দল। সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারকে চূড়ান্ত করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (North East United FC)।

Advertisements

East Bengal FC: দুই বিদেশির ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন

নর্থইস্ট ইউনাইটেড এফসি আসন্ন ২০২৪-২৫ মরসুমের জন্য বেঙ্গালুরু এফসি থেকে তরুণ ভারতীয় ফরোয়ার্ড অঙ্কিত পদ্মনাভনের সই নিশ্চিত করেছে। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

পদ্মনাভন ২০২২-২৩ সালে কর্ণাটকের সন্তোষ ট্রফি জয়ী অভিযানের অন্যতম মূল খেলোয়াড় হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। সেমিফাইনালে এবং মহারাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন।

Mohun Bagan: বাস্তব রায়কে ফেরানোর পথে মোহনবাগান?

Advertisements

দল বদল করার পর পদ্মনাভন বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার জন্য এটাই সঠিক ক্লাব। আমি আত্মবিশ্বাসী যে ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব। এখানকার সমর্থকরা অবিশ্বাস্য, তাই আমি তাদের স্টেডিয়ামে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

নর্থইস্ট ইউনাইটেড এফসির প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি এই সই সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘অঙ্কিত একজন তরুণ, প্রতিভাসম্পন্ন খেলোয়াড়, যার প্রচুর সম্ভাবনা রয়েছে। খেলায় গতি রয়েছে , টেকনিক্যালি সাউন্ড এবং দলকে অনেক কিছু দিতে পারবে।’