ISL: চেন্নাইয়িন এফসির গোল বন্যায় ভেসে গেল পাঞ্জাব এফসি

ইন্ডিয়ান সুপার লীগে (ISL) প্রথমবার খেলতে এসে খুব একটা সুখকর অভিজ্ঞতা হচ্ছে না পাঞ্জাব এফসির (Punjab FC)। রবিবার চেন্নাইয়িন ফুটবল ক্লাবের ( Chennaiyin FC) বিরুদ্ধে…

Chennaiyin FC

ইন্ডিয়ান সুপার লীগে (ISL) প্রথমবার খেলতে এসে খুব একটা সুখকর অভিজ্ঞতা হচ্ছে না পাঞ্জাব এফসির (Punjab FC)। রবিবার চেন্নাইয়িন ফুটবল ক্লাবের ( Chennaiyin FC) বিরুদ্ধে ৫ গোল হজম করল আইএসএল-এ নবাগত পাঞ্জাব এফসি।

ম্যাচের শুরুতে বল নিজেদের দখলে রেখে খেলা শুরু করতে চেয়েছিল পাঞ্জাব এফসি। নিজেদের মধ্যে কিছু পাস খেলে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করেছিল তারা। চেন্নাইয়িন এফসির ফুটবলাররা পাল্টা চাপ প্রয়োগ করে পাঞ্জাবের রণনীতি শুরুতেই ভেস্তে দিয়েছিলেন। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের দখল চলে যায় ওয়েন কোয়েলের ছাত্রদের কাছে। বিরতির আগে ৩-০ এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি।

মরসুমের শুরুর দিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল চেন্নাইয়িন এফসির ফরোয়ার্ড কনর শিল্ডসকে। পরপর ম্যাচে গোল পেতে শুরু করেছেন এই বিদেশি। এদিনের খেলায় করেছেন জোড়া গোল। গোল করার পাশাপাশি তৈরি করেছেন গোল করার মতো পরিস্থিতি। আসলে আজকের ম্যাচে কোনো কিছুই পাঞ্জাব এফসির পরিকল্পনা মতো হয়নি। প্রতি ক্ষেত্রে প্রতিপক্ষ দল তাদের কিস্তিমাত করেছে।

বিরতির পর লাল কার্ড দেখে পাঞ্জাব এফসির অস্বস্তি বাড়ান ম্যালরয় আসিসি। দশজনের প্রতিপক্ষের ওপর আরও জাঁকিয়ে বসে চেন্নাইয়িন এফসি। এগিয়ে যায় ৫-০ গোলে। শেষ বাঁশি বাজার আগে পাঞ্জাব এফসি একটি গোল শোধ করে।