Sumit Rathi: জামশেদপুর ম্যাচের আগে সুমিতে বাড়তি নজর বাগান কোচের

আগামী ১লা নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে জামশেদপুর এফসির (Jamshedpur FC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের…

Juan Ferrando Sumit Rathi

আগামী ১লা নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে জামশেদপুর এফসির (Jamshedpur FC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। তবে সেই ম্যাচে এগিয়ে থেকেও জয় পায়নি দল। যা নিয়ে হতাশা ছিল সকলের মধ্যেই।

তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে জামশেদপুর এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিতে মরিয়া মোহনবাগান দল। সেজন্য কোচ হুয়ান ফেরেন্দোর নেতৃত্বে গত কয়েকদিন ধরে কঠোর অনুশীলন করেছে গোটা দল। জয়ের সরনীতে ফিরে দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য সকলের। তবে সেই ম্যাচে দলের ভরসাযোগ্য তারকা ডিফেন্ডার আনোয়ার আলীর চোট পাওয়ার দরুণ বাড়তি চাপ দেখা দিয়েছে দলের অন্দরে। শুধুমাত্র ক্লাব ফুটবল নয় দেশের ফুটবল দলের ক্ষেত্রে ও অন্যতম ভরসাযোগ্য তারকা হলেন আনোয়ার। তার চোট পাওয়ায় একইভাবে চিন্তিত ইগর স্টিমাচ।

তবে বিকল্প হিসেবে গতকাল থেকেই ব্রান্ডন হ্যামিল ও শুভাশিস বোসের সাথে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে পরীক্ষা করে দেখা হয় রাজ বাঁশফোরকে। উল্লেখ্য, গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ থেকেই মোহনবাগানের জুনিয়র দলে খেলে আসছেন রাজ। খেলেছেন এবারের কলকাতা লিগে। পারফরম্যান্স ও ছিল দেখবার মতো। তাই সবদিক মাথায় রেখেই বাস্তব রায়ের সাথে কথা বলে জুনিয়র দলের এই ফুটবলারকে সিনিয়র দলের অনুশীলনে ডেকে পাঠান হুয়ান ফেরেন্দো। সেখানেও নাকি কোচের যথেষ্ট নজর কাড়ছেন তিনি। তবে এরপরেও আরও বিকল্প হাতে রাখতে চাইছেন বাগানের আইএসএল জয়ী কোচ।

এক্ষেত্রে উঠে আসছে তরুণ তারকা সুমিত রাঠির নাম। মনে করা হচ্ছে রাজ বাঁশফোরের পাশাপাশি সুমিত রাঠির উপর বাড়তি নজর রাখতে চাইছেন ফেরেন্দো। আসলে গত রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের পাশাপাশি আইএসএলের মতো বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে ও সবুজ-মেরুন জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে সুমিতের। সেজন্য তার উপরে বাড়তি নজর রাখছেন বাগানের স্প্যানিশ বস। তাই জুনিয়র দল থেকে রাজের পাশাপাশি ডেকে পাঠানো হয় সুমিতকে। সব ঠিকঠাক থাকলে আনোয়ার আলীর বদলে জামশেদপুর ম্যাচে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থেকে পরবর্তীতে নামানো হতে পারে রাজকে।