Transfer News: এডু বেদিয়ার বিকল্প হিসেবে কতটা কার্যকরী হতে পারেন পাওলো রেট্রে?

Transfer News: নতুন আইএসএল মরশুমে গোয়ার জার্সিতে আর খেলতে দেখা যাবে না তারকা ফুটবলার এডু বেদিয়াকে। গত ২০১৭ সালে লোবেরা জামানা শুরুতে এফসি গোয়ায় পা রেখেছিলেন এই তারকা ফুটবলার।

Paulo Retre

Transfer News: নতুন আইএসএল মরশুমে গোয়ার জার্সিতে আর খেলতে দেখা যাবে না তারকা ফুটবলার এডু বেদিয়াকে। গত ২০১৭ সালে লোবেরা জামানা শুরুতে এফসি গোয়ায় পা রেখেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর দলেও অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছিলেন তিনি। এমনকি গত মরশুমে কার্লোস পেনার দলেও খেলতে দেখা গিয়েছিল এডু কে।

কিন্তু এবার বদলে গিয়েছে সমস্ত কিছু। হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুজের তত্ত্বাবধানে এবার নতুন করে সেজে উঠছে গোয়া শিবির। সেক্ষেত্রে এই স্প্যানিশ ফুটবলার কে দলে রাখতে নারাজ গোয়া ম্যানেজমেন্ট। যারফলে, বিদায় জানানো হয়েছে এই ফুটবলার কে। গত ৩১ মে পর্যন্ত গোয়ার সাথে চুক্তিবদ্ধ ছিলেন এডু, কিন্তু নির্ধারিত সময়ের পর সেই চুক্তি আর নবীকরণ করা হয়নি।

এক সময়ে রেসিং সান্তানার মতো দলের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করে ছিলেন এডু বেদিয়া। পরবর্তীতে উয়েফা কাপের পাশাপাশি বার্সেলোনার যুব দলে খেলেছেন তিনি। এক কথায় বলতে গেলে বিরাট অভিজ্ঞতার সম্ভার রয়েছে এই স্প্যানিশের। তারপর গত ২০১৭ সালে আসেন এফসি গোয়া দলে। শেষবারের মতো খেললেন ২০২২-২৩ ফুটবল মরশুমে।

কিন্তু তার চলে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে কাকে আনা হবে এই অভিজ্ঞ তারকার বদলে? বর্তমানে উত্তরটা সকলেই জানেন। দলে এবার আনা হয়েছে পাওলো রেট্রে কে। গত ১লা জুলাই দলের সঙ্গে যোগদান করেন তিনি। যতদূর জানা গিয়েছে আগামী ২০২৫ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে এফসি গোয়া দলের। এবার তার উপরে ভরসা করেই দল সাজাতে চলেছেন মানালো মার্কুইস।

বলাবাহুল্য, গত এ লিগে খেলে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন এই অজি তারকা। বিশেষ করে তার টেকনিক্যাল স্কিল বারংবার ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রতিপক্ষের কাছে। অনেকেই মনে করছেন এডু বেদিয়ার বিকল্প হিসেবে আগত আইএসএলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এই তারকা। বিশেষ করে তার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সাফল্য পেতে চাইছে এফসি গোয়া। পূর্বে এ লিগে মেলবোর্ন ভিকট্রির মূল দলের হয়ে খেলেছেন রেট্রে। পরবর্তীতে লা গ্যালাক্সির সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ ও খেলেন তিনি। পরবর্তীতে মেলবোর্ন হার্টে যোগদান করেন এই তারকা ফুটবলার।

সেই দলের হয়ে মেলবোর্ন ভিকট্রি কে ২-১ গোলে পরাজিত করার পিছনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সেখানে থেকেই বেশকিছু বছর নিজেকে আরও উন্নত করার পর গত ২০১৩ সালে যোগদান করেন মেলবোর্ন সিটিতে। সেখানে দুটি বছর খেলে পরবর্তীতে চলে আসেন লিগের অন্যতম সফল ক্লাব সিডনি এফসিতে। সেই দলের জার্সিতে যেতেন বেশকিছু ট্রফি। বিশেষ করে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যথেষ্ট সাফল্য এসেছে তার ঝুলিতে। সময় মতো পজিশন বদলের পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভাঙার ক্ষেত্রে ও যথেষ্ট কার্যকরী এই ফুটবলার। তাছাড়া টেকনিক্যাল স্কিলের পাশাপাশি চোরা গতি কে উঠে এসে প্রতিপক্ষ কে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন তিনি। এবার তাকে সামনে রেখেই সাফল্য চাইছে গোয়া।