ডুরান্ড কমিটির কাছে ক্ষমা চাইল Mohammedan SC

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম‍্যাচ চলাকালীন মাঠে চরম বিশৃঙ্খলা মহামেডান (Mohammedan SC) সমর্থক’দের । এমনকি ভাঙচুর চালিয়ে ছিলেন তারা ।এরকম একটা ঘটনার পর ক্লাবের কর্মকর্তারা আশঙ্কা করছেন…

Mohammedan SC

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম‍্যাচ চলাকালীন মাঠে চরম বিশৃঙ্খলা মহামেডান (Mohammedan SC) সমর্থক’দের । এমনকি ভাঙচুর চালিয়ে ছিলেন তারা ।এরকম একটা ঘটনার পর ক্লাবের কর্মকর্তারা আশঙ্কা করছেন বড়সর শাস্তির মুখোমুখি হতে চলেছে ক্লাব।

এর’ই মাঝে সরকারি ভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে ক্লাবের তরফে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে লেখা হয়েছে, ” আমরা জেতার জন্য খেলতে নামি । আমাদের সমর্থক’রাও চান আমরা সব ম‍্যাচে জিতি । কিন্তু কখনও আমরা জিতি, কখনও হারি ,আবর কখনও প্রতিপক্ষের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নি ।

গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সমর্থক’দের আবেগ সম্পর্কে অবগত আমরা । কিন্তু গতকাল ডুরান্ডের ম‍্যাচ চলাকালীন আয়োজক সংস্থা এবং প্রতিপক্ষ দলের প্রতি আমাদের সমর্থক’দের ব‍্যবহার অত‍্যন্ত নিন্দনীয় ।

সমর্থক’দের বোঝা উচিত তারা মাঠের বাইরে ক্লাব’ কেই প্রতিনিধিত্ব করেন । তাই আমরা সকল সমর্থক’দের অনুরোধ করছি তারা যেনো নিজেদের আবেগ’কে নিয়ন্ত্রনে রাখেন।

সমর্থক’দের তরফে আমরা ডুরান্ড আয়োজকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । ভবিষ্যতে ক্লাবের তরফে বিশেষ ভাবে খেয়াল রাখা হবে যাতে মাঠে এমন অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে ।আমরাও সমর্থক’দের প্রতি ফের এমন কিছু না ঘটানোর প্রত‍্যাশা রাখি।” সাদা কালো ব্রিগেডের ডুরান্ড কমিটির কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় এখন চিড়ে ভেজে কিনা,সেটাই দেখার বিষয় ।