Transfer News: সবুজ-মেরুনের এই তারকা ফুটবলারকে এবার দলে আনতে চায় ইস্টবেঙ্গল

স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। যিনি ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি মুখ।

slavko damjanovic

স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। যিনি ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি মুখ। একটা সময় এই কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীরা। সেইসাথে বেঙ্গালুরু এফসিকে ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে বড়বড় ভূমিকা পালন করেছিলেন এই স্প্যানিশ কোচ।

কিছুদিন আগে পর্যন্ত তিনি ডেনমার্কের প্রথম ডিভিশনের একটি ক্লাবের সহকারী হিসেবে থাকলেও পরবর্তী দুটো বছর এই কোচের উপরেই ভরসা রাখছে লাল-হলুদ শিবির। তবে শুধু কোচ চূড়ান্ত করেই থেমে নেই ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে লাল-হলুদ রিক্রুটাররা।

তবে এক্ষেত্রে দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে নন্দকুমার ও হরমনজোত সিং খাবরা-সহ একাধিক তারকার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেললেও দলের বিদেশি নির্বাচনের ক্ষেত্রে কার্যত ধীরে চলো নীতি প্রয়োগ করেছিল ইমামি ম্যানেজমেন্ট। তবে এবার দলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের চাহিদা মতো বিদেশি ফুটবলার আনার কাজ শুরু করে দিয়েছে দল। সেইমতো হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার সিভেরিও ও মুম্বাই সিটির প্রাক্তন অধিনায়ক মুর্তাজা ফলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। এবার নাকি নিজেদের রক্ষনভাগ কে আরো মজবুত করতে সবুজ-মেরুনের এই তারকা ডিফেন্ডারের দিকে হাত বাড়িয়েছে কলকাতার এই পড়শি ক্লাব।

তিনি স্লাভকো ডামজানোভিচ। বিশেষ সূত্র অনুসারে জানা গিয়েছে, এবার নাকি এই তারকা ফুটবলারকে দলে আসার জন্য প্রস্তাব দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য শোনা যায়নি কারুর তরফে। তবে দল বদলের বাজারে এবার স্লাভকো কে টানার কথাই শোনা যায় লাল-হলুদের তরফ থেকে। তাহলে কি আগামী মরশুমে আর দলে থাকবেন না স্লাভকো? সেই নিয়ে এটিকে মোহনবাগানের তরফে কোনো সিদ্ধান্ত না জানানো হলেও এই তারকা ফুটবলারের ইন্সটাগ্রাম পোস্ট ঘিরেই তৈরি হয়েছে যাবতীয় জল্পনা। কি পোস্ট করেছিলেন বাগানের এই ভরসাযোগ্য ডিফেন্ডার?

আসলে গত মাসের মাঝামাঝি সময় নিজের নেট মাধ্যমে এটিকে মোহনবাগানের বিজড়িত বেশকিছু ছবি আপলোড করে তিনি লেখেন, অসাধারণ মরশুম। সকলের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সেখান থেকেই তৈরি হচ্ছে জল্পনা। যদিও অনেকের মতো চলতি বছরের প্রথম দিকের ট্রান্সফার উইন্ডো তে ভারতে এসে নিজেকে প্রমান করার সুযোগ করে দেওয়ার জন্য ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানিয়েছেন স্লাভকো। কিন্তু তা আদৌ কতটা সঠিক তার উত্তর দেবে সময়।