Cleiton Silva: বাড়ছে ক্লেটনের ডুরান্ড ডার্বি খেলার সম্ভাবনা

এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সমর্থকদের আশা ভরসা সেই ক্লেটন সিলভাকে (Cleiton Silva) ঘিরে। তাই নিয়ে বাড়ছে প্রত্যাশা।

Cleiton Silva

নতুন মরসুমের আগে ইস্টবেঙ্গলের (East Bengal) স্কোয়াডে হয়েছে বেশ কিছু পরিবর্তন। একাধিক নতুন ফুটবলারকে সই করিয়েছে ক্লাব। বেশিরভাগ বিদেশি ফুটবলার ভারতের মাটিতে আনকোরা। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সমর্থকদের আশা ভরসা সেই ক্লেটন সিলভাকে (Cleiton Silva) ঘিরে। তাই নিয়ে বাড়ছে প্রত্যাশা।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী শনিবার সকালে কলকাতায় চলে আসতে পারেন ক্লেটন সিলভা। পরের দিন ডার্বি। প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে তাকে সরাসরি রাখা হতে পারে রিজার্ভ বেঞ্চে, এমন সম্ভাবনার কথা সবাই উড়িয়ে দিতে পারছেন না। মাঠে নামবেন কি না সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে নামলেও লাল হলুদ সমর্থকরা নিশ্চই অবাক হবেন না। ভিসা সমস্যার কারণে সিলভা তাড়াতাড়ি ভারতের প্রবেশ করতে পারেননি। এবার ভিসা সমস্যার সম্মুখীন হয়েছে দেশের কম বেশি প্রায় সব দলই।

   

Cleiton Silva and Jose Pardo

মোহন বাগান সুপার জায়ান্ট তাদের তারকাদের Durand Cup-এর ডার্বি ম্যাচের আগে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেও নামতে পারেন জেসন কমিংস, আর্মান্ড সাদিকু, অনিরুদ্ধ থাপাদের মতো তারকারা। পাল্টা দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবও তৈরি হচ্ছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Durand Cup-এর ডার্বি ম্যাচের জন্য ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে জায়গা করে দিয়েছে ক্লেইটন সিলভা, নবাগত বিদেশি হোসে পারদোকে। হোসে পারদো এবারে প্রথম এসেছেন ভারতে।

ইন্ডিয়ান সুপার লীগ কিংবা কলকাতা ডার্বি সম্পর্কে হোসে নিশ্চই খুব একটা ওয়াকিবহাল নন। অন্য দিকে ক্লেইটন সিলভা লাল হলুদ সমর্থকদের মেইন ম্যান। গত মরসুমের ভরাডুবির মধ্যেও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের কাজ করে গিয়েছেন প্রতি ম্যাচে। দল হারলেও নিজে ছিলেন ইন্ডিয়ান সুপার লীগের সব থেকে বেশি গোল করা ফুটবলারের দৌড়ে। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে সেই ক্লেইটন সিলভাও এবার সরাসরি ঢুকে পড়লেন ময়দান মহারণের অংকে।