Transfer News: শেষ ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগান। প্রথমদিকে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে ছন্দে ফেরে প্রীতমরা। তারপর আইএসএলের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর থেকে একেবারে অন্য ভঙ্গিমায় ধরা দেয় মেরিনার্সরা।
ফিরতি লেগে পুনরায় ডার্বি জয় থেকে শুরু করে ওডিশা, হায়দরাবাদ ও বেঙ্গালুরু এফসির মতো টিম কে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলে পালতোলা নৌকা। যারফলে, একে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে যায় কলকাতার এই প্রধান। সেই মনোভাব নিয়েই সুপার কাপ খেলতে নামে ফেরেন্দোর ছেলেরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও গ্রুপের বাকি দুই ম্যাচে ধরাশায়ী হতে হয় সবুজ-মেরুন কে। সেজন্য, টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।
তবে সেই হতাশা ভুলে আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দেয় সঞ্জীব গোয়েঙ্কার এই দল। এক্ষেত্রে বিদেশি ফরোয়ার্ড জেসন কামিন্স কে দলে টানার পাশাপাশি হায়দরাবাদ এফসির এক তারকা ফুটবলার কে ও দলে আনার পরিকল্পনা নেয় সবুজ-মেরুন ব্রিগেড। তিনি আকাশ মিশ্রা। গত আইএসএল মরশুমে হায়দরাবাদ এফসির জার্সিতে খেলে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। তবে আগামী চারটি মরশুমের জন্য প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিতে চায় হুয়ান ফেরেন্দো ব্রিগেড। সঙ্গে আরও ৩ কোটি টাকা ট্রান্সফার ফি ।
অর্থাৎ সব মিলিয়ে আকাশ মিশ্রার জন্য ১৫ কোটি টাকা খরচ করতে চায় মোহনবাগান। যা নিঃসন্দেহে বিরাট বড়ো চুক্তি। তাই গত কয়েক মাস ধরে আকাশের সবুজ-মেরুনে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হলেও এবার আকাশ কে দলে পেতে আসরে নেমে পড়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। শোনা যাচ্ছে, মোহনবাগানের থেকে ও নাকি অপেক্ষাকৃত বেশি অর্থের বিনিময়ে তাকে দলে নিতে চাইছে এবারের আইএসএলের লিগ শিল্ড জয়ীরা। তাই শেষ পর্যন্ত কোথায় যোগ দেন আকাশ, এখন সেটাই দেখার।