Transfer Buzz: শেষ মরশুমে আইএসএল জয় করার পর নতুন সিজনেও নিজেদের ছন্দ ধরে রাখতে মরিয়া ছিল মোহনবাগান সুপারজায়ান্টস। সেই মতো দলে একাধিক বদল এনেছিল ম্যানেজমেন্ট। প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল থেকে শুরু করে পরবর্তীতে কার্ল ম্যাকহিউর মতো বিদেশি ফুটবলারদেরও ছেড়ে দিয়েছিল দল। এমনকি বাদ পড়তে হয়েছিল স্লাভকো ডামজানোভিচকে। তাদের বদলে দলে আনা হয় জাপানি ডিফেন্ডার হেক্টর ইউৎসে থেকে শুরু করে অজি বিশ্বকাপার জেসান কামিংস, আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের। এমনকি দেশীয় ফুটবলের নির্বাচনের ক্ষেত্রেও দলবদলের বাজারে সেই সময় বড়সড়ো চমক দিয়েছিল মোহনবাগান।
সেই সময় প্রতিপক্ষের ঘর ভেঙে তারা দলে টেনেছিল দাপুটে ডিফেন্ডার আনোয়ার আলী থেকে শুরু করে মাঝমাঠের দুই দাপুটে তারকা তথা অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদকে। তাদের সামনে রেখেই এবারের মরসুম শুরু করেছিল সবুজ-মেরুন। গতবারে ট্রফি জয়ের পর এ বছর ডুরন্ড কাপ জয় দিয়ে সিজেন শুরু করেছিল মোহনবাগান। তারপর ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ও বজায় ছিল জয়ের ছন্দ।
কিন্তু এএফসি কাপের গ্ৰুপ পর্বে বসুন্ধরা কিংসের পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করে বাগান। চোটের কবলে পড়তে হয় ডিফেন্ডার আনোয়ার আলীকে। তার অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে রক্ষণভাগে। হ্যামিল থেকে শুরু করে শুভাশিস বসুর মতো ফুটবলাররা দলের দায়িত্বে থাকলেও পতন রোধ করা সম্ভব হয়নি। যার দরুন বিপর্যয় নেমে আসে ময়দানের এই প্রধানে।
এসবের মাঝেই বদলে ফেলা হয় বাগানের কোচ। হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিয় লোপেজ হাবাসের হাতে। বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরু করার আগে তার নির্দেশ মতোই খেলোয়াড়নে স্কোয়াড সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে চিংলেসানা সিংয়ের মতো ফুটবলারদের দিকে নজর রয়েছে বাগানের। সেই সাথে দলের বেশ কিছু খেলোয়াড়দের ছাটাই করার কথা ভাবছে দল। বিশেষ সূত্র মারফত খবর, এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো দল থেকে বাদ পড়তে পারেন অজি তারকা ব্র্যান্ডন হ্যামিল। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত।
অন্যদিকে যতদূর খবর হ্যামিলকে দলে নিতে নাকি যথেষ্ট আগ্রহ রয়েছে ইন্দোনেশিয়ার এক জনপ্রিয় ফুটবল ক্লাবের। শোনা যাচ্ছে, সেখানকার ক্লাব পার্সেবায়া সুরাবায়ার ম্যানেজমেন্টের সঙ্গে নাকি কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে সবুজ ছেড়ে এই দলের জার্সিতে হ্যামিলকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।