Transfer Buzz: এই স্প্যানিশ স্ট্রাইকারের দিকে বাড়তি নজর কেরালার

Transfer Buzz: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বহু সময় আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দেয় প্রত্যেকটি ফুটবল ক্লাব। তবে এক্ষেত্রে বাকিদের থেকে কিছুটা…

Alvaro Vazquez

Transfer Buzz: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বহু সময় আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দেয় প্রত্যেকটি ফুটবল ক্লাব। তবে এক্ষেত্রে বাকিদের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। একেবারে প্রথমদিকে দল বদলের বাজার থেকে সকলকে চমকে দিয়ে তারা দলে টেনে নেয় বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে। শেষ সিজনে তিনি সাইমনের বেঙ্গালুরু দলের হয়ে খেলে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি।

সেজন্য, নতুন মরশুমে তাকে চূড়ান্ত করে কেরালা ব্লাস্টার্স দল। এছাড়াও এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। যদিও সেক্ষেত্রে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে। এছাড়াও মরশুম শুরু হওয়ার কিছু সময় আগেই আইএসএলের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে তারা দলে টেনে নেয় দেশের দাপুটে ফরোয়ার্ড ইশান পন্ডিতাকে। এই ভারতীয় ফুটবলারের কাছে বিদেশি ক্লাবে খেলার প্রস্তাব থাকলেও শেষ নিজের দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়াও বিদেশিদের মধ্যে আদ্রিয়ান লুনার মতো দাপুটে ফুটবলারের সঙ্গে অনেক আগে থেকেই চুক্তি বাড়ানো ছিল দক্ষিণের এই ফুটবল দলের। তবে তার সঙ্গে দলের শক্তি বাড়ানোর জন্য আনা হয় মিলোস, ব্রুস কামাউয়ের মতো ফুটবলারদের। যাদের সামনে রেখে এবারের ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছে ইভান ভুকোমানোভিচের ছেলেরা।

গত ম্যাচে কলকাতার অন্যতম শক্তিশালী দল তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে পরাজিত করে কেরালা। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল তাদের দলের গোলরক্ষক শচীন সুরেষের।তবে এবার নাকি এক স্প্যানিশ ফরোয়ার্ডের দিকে নজর পড়েছে কেরালা ব্লাস্টার্স দলের।

তিনি আলভারো ভাজকুয়েজ। পূর্বে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো দুই শক্তিশালী ফুটবল দলের হয়েই আইএসএল খেলেছেন এই স্প্যানিশ তারকা। তবে পরবর্তীতে বিদেশে ফিরে যান তিনি। এবার শোনা যাচ্ছে, আগত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে নাকি দলে আনতে চাইছে কেরালা ফুটবল দল। এখন সেদিকেই নজর সকলের।