আপনাকে দেখতে সেই সকাল থেকে…ধুলো মাখা বাম নেত্রী মীনাক্ষী যেন ‘নায়িকা’!

ঘামে ভেজা মীনাক্ষী (Minakshi Mukherjee) ঢুকতেই হই হই পড়ে গেল। আগে থেকে রাস্তার দুপাশে ভিড়। ছাদে ভিড়। গাছে উঠেছে কয়েকজন। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে দেখেই…

ঘামে ভেজা মীনাক্ষী (Minakshi Mukherjee) ঢুকতেই হই হই পড়ে গেল। আগে থেকে রাস্তার দুপাশে ভিড়। ছাদে ভিড়। গাছে উঠেছে কয়েকজন। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে দেখেই এক মহিলা ছুটে এলেন ভিড় ঠেলে। তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া-‘আপনাকে দেখার জন্য সেই সকাল ৮টা থেকে অপেক্ষা করছি’। এমন শুনে মীনাক্ষী হতবাক। ততক্ষণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মহিলাদের ভিড় ঘিরে ধরেছে CPIM নেত্রীকে।

সিপিআইএম যুব সংগঠন DYFI এর ইনসাফ পদযাত্রা চলছে রাজ্যে। উত্তরবঙ্গ থেকে পদযাত্রায় হাঁটছেন নেত্রী মীনাক্ষী। ইনসাফ যাত্রা এখন দক্ষিণবঙ্গে। অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদ জেলাতেও মীনাক্ষীকে দেখতে ভিড়। পথ চলতি গাড়ি থামিয়ে চাকরিজীবী মহিলা এসে হাত মিলিয়েছেন। তেমনই গ্রাম্য গৃহবধূরা আসছেন দেখতে। মীনাক্ষী মানেই জনজোয়ার। ওই জনগণের নায়িকা। এমনই বলছেন বাম নেতৃত্ব।

DYFI জানিয়েছে ২ মাস ধরে রাজ্য জুড়ে ২০০০ কিলোমিটার পথ পেরিয়ে যাদবপুরে শেষ হবে অই কর্মসূচি। মীনাক্ষী মুখার্জি বলেছেন, রাজ্যের বেকার ছাত্র যুবরা আজ সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সবার জন্য ইনসাফ চাই। সবাইকে এই যাত্রায় যোগ দেওয়ার আহ্বন জানাব।

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে সিপিআইএমের ইনসাফ কর্মসূচিতে আসন শূন্য বাম শিবিরের ঝুলি ভরাতে মরিয়া চেষ্টা করছেন মীনাক্ষী মুখার্জি। গত পঞ্চায়েত ভোটে বাম ভোট বৃদ্ধির পর এ রাজ্যের পূর্বতন শাসকদল কিছুটা চাঙ্গা। দলকে অক্সিজেন দিতে মীনাক্ষীর পদযাত্রা চলছে।