Suhaib Yaseen: বল করতে গিয়ে মাঠে মৃত্যু ২০ বছরের যুবকের

বোলিং রানআপের সময় মৃত্যু হয়েছে ২০ বছরের এক যুবকের। সুহাইব ইয়াসিন (Suhaib Yaseen) নামের এই ক্রিকেটারকে জুনায়েদ নামেও ডাকা হতো। তার বাবার নাম মহম্মদ ইয়াসিন।…

Suhaib Yasin

short-samachar

বোলিং রানআপের সময় মৃত্যু হয়েছে ২০ বছরের এক যুবকের। সুহাইব ইয়াসিন (Suhaib Yaseen) নামের এই ক্রিকেটারকে জুনায়েদ নামেও ডাকা হতো। তার বাবার নাম মহম্মদ ইয়াসিন। তিনি বারামুল্লার হানজিওয়েরা এলাকার বাসিন্দা। আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে অস্ট্রেলিয়ার ফিল হিউজের মৃত্যুর ঘটনা এখনও ভক্তদের হৃদয়ে টাটকা। এছাড়া ক্রিকেট মাঠেই প্রয়াত হন ভারতের রমন লাম্বাও।

   

জম্মু ও কাশ্মীরের সংবাদ সংস্থা কেএনএস (কাশ্মীর নিউজ সার্ভিস) জানিয়েছে, এই খেলোয়াড়ের নাম সুহাইব ইয়াসিন। শুক্রবার বারামুল্লার পত্তনের হানজিওয়েরা এলাকায় একটি ম্যাচ চলাকালীন এই খেলোয়াড়ের মৃত্যু হয়। জানা গেছে, ২০ বছর বয়সী এই খেলোয়াড় যখন বোলিংয়ের জন্য রানআপে ছিলেন, তখন হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। যুবকটিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তরুণ ক্রিকেটারের। সম্প্রতি, নয়ডাতেও ক্রিকেট খেলতে গিয়ে পিচে এক সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।