Sabitra Bhandari: ভারতীয় ক্লাব থেকে ইসরায়েলের ক্লাবে সুযোগ পেলেন টপ স্কোরার

গোকুলাম কেরালা এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে সুনাম অর্জন করেছিলেন Sabitra Bhandari। নেপালের এই ফুটবলার ধারাবাহিকভাবে খেলছেন ভারতের মাটিতে।

Sabitra Bhandari

ফুটবল প্রেমীদের অনেকেই বলেন, ভারতীয় ফুটবল আগের থেকে অনেকটা এগিয়ে। আন্তর্জাতিক মঞ্চে আলাদা করে জায়গা করে নিচ্ছে ভারতীয় ফুটবল। পুরুষদের পাশাপাশি মহিলারাও কম যান না। দেশের মহিলা ফুটবলার থেকে বিভিন্ন ক্লাব রয়েছে বিদেশি দলগুলোর নজরে। ভারতের ক্লাবে খেলা এক তারকা ফুটবলার সুযোগ পেয়ে গেলেন ইসরায়েলের ক্লাবে (Hapoel Ra’anana)।

গোকুলাম কেরালা এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে সুনাম অর্জন করেছিলেন Sabitra Bhandari। নেপালের এই ফুটবলার ধারাবাহিকভাবে খেলছেন ভারতের মাটিতে। গোকুলাম কেরালা এফসির কার্যত ঘরের মেয়েটি হয়ে উঠেছিলেন তিনি। তিনিই নেপালের জাতীয় দলের সর্বোচ্চ গোল স্কোরার, করেছেন ৪৩ টি গোল। এবার ক্লাব কেরিয়ারে পেয়ে গেলেন উল্লেখযোগ্য সুযোগ।

গোকুলাম কেরালা এফসি তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানিয়েছে, “আমাদের সাবিত্রা ইসরায়েলের Hapoel Ra’anana’র মহিলা দলের সুযোগ পেয়েছে।” ভারতের মাটিতে কার্যত দাপিয়ে বেড়িয়েছেন সাবিত্রা। করেছেন মুড়ি মুড়কির মতো গোল। মোট তিনবার জিতেছেন ইন্ডিয়ান্স উইমেন্স লীগ। সেতু এফসির হয়ে একবার এবং গোকুলাম কেরালা এফসির হয়ে দু’বার জিতেছেন ভারতের মহিলা ফুটবলের সর্বোচ্চ লীগ।

ভারতের মাটিতে প্রচুর গোল করলেও ইসরায়েলের ক্লাবটির হয়ে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন নেপালের টপ স্কোরার। Hapoel Ra’anana খেলে ইসরায়েলি সেকেন্ড লীগের ক্লাব। এছাড়া ইসরায়েলি উইমেন্স ক্লাবে অংশ গ্রহণ করে থাকে Hapoel Ra’anana। ২০১৬-১৭ মরসুমে দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল ইসরায়েলের এই মহিলা ফুটবল দল।