Robbie Fowler: রবি ফাউলারের এক ফোনে হয়েছিল দল বদল!

দল বদলে বাজারে চলছে একের পর এক জল্পনা। সেই সঙ্গে শোনা যাচ্ছে ট্রান্সফার সম্পর্কিত গল্প। অস্ট্রেলিয়ার এ লিগে শতাধিক ম্যাচ খেলা টম আলদ্রেদ (Tom Aldred)…

Tom Aldred transfer linked with Robbie Fowler

দল বদলে বাজারে চলছে একের পর এক জল্পনা। সেই সঙ্গে শোনা যাচ্ছে ট্রান্সফার সম্পর্কিত গল্প। অস্ট্রেলিয়ার এ লিগে শতাধিক ম্যাচ খেলা টম আলদ্রেদ (Tom Aldred) দল বদল করতে চলেছেন। নতুন দলে যোগ দেওয়ার আগে এক ফোন কলের (Robbie Fowler) কথা বলেছেন টম আলদ্রেদ।

   

টম আলদ্রেদ দল বদল করার আগে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই জানিয়েছেন ব্রিসবেন রোরে যোগ দেওয়ার পিছনে থাকা কারণে। টম জানিয়েছেন লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার তাঁকে ফোন করেছিলেন। ফাউলার টম আলদ্রেদকে অস্ট্রেলিয়ার দলে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন।

Tom Aldred: অস্ট্রেলিয়ার আরও এক ফুটবলার আসছেন ভারতে !

সাক্ষাৎকারে আলদ্রেদ বলেছেন, ‘আমার এজেন্টের কাছ থেকে ফোন এসেছিল, রবি ফাউলার আগ্রহী। সেই রাতে সে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ চলছিল। এজেন্টের কাছ থেকে খবর পেয়ে আমি ওনার নাম গুগলে সার্চ করি. তখন দেখি উনি ব্রিসবেন রোয়ারের সঙ্গে যুক্ত। আমরা মোটরওয়ের বাইরে প্রেস্টনের টিকলড ট্রাউটে দেখা করেছিলাম। উনি আমাকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন।’

এরপরেই অস্ট্রেলিয়া আসার সিদ্ধান্ত নিয়েছিলেন আলদ্রেদ। ২০১৯-২০২৪ পর্যন্ত ব্রিসবেন রোরে ছিলেন টম। খেলেছেন একশোর বেশি ম্যাচ, করেছেন একাধিক গোল। কেরিয়ারের শুরুর দিকে খেলেছিলেন ইংল্যান্ডের নামকরা ক্লাব ওয়াটফোর্ডে। খেলে মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে।

Mohun Bagan: থাকছেন না বিদায়? সাদিকুকে নিয়ে ভিডিও পোস্ট করল মোহনবাগান

ব্রিসবেনে এক মরসুম ছিলেন রবি ফাউলার। তারপর চলে আসেন ইস্টবেঙ্গলে। ব্রিসবেনে ছিলেন ২০১৯-২০ মরসুমে, ইস্টবেঙ্গলে ছিলেন ২০২০-২১ মরসুমে। ফুটবলার রবি ফাউলারকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, তিনি লেজেন্ড। কিন্তু কোচ হিসেবে সাফল্য নেই তাঁর নামের পাশে। ব্রিসবেন রোর কিংবা ইস্টবেঙ্গল, কোথাও প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি তাঁর প্রশিক্ষণে থাকা দল।