জয় মোহনবাগান, বললেন তিরি। বৃহষ্পতিবার বিকেলে তাঁর টুইট।
Advertisements
এএফসির গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে এটিকে মোহন বাগান। আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল। সমর্থক ভরা যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢাকা আবাহনীর বিরুদ্ধে এসেছে বড় ব্যবধানে জয়। উচ্ছ্বসিত সমর্থকরা।
Joy Mohun Bagan!💚❤️👏🏻 pic.twitter.com/50va5JiDkz
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) April 21, 2022
Advertisements
খুশির মাঝে রয়েছে কিছুটা খেদ। কারণ রিমুভ এটিকে স্লোগান ক্রমেই চড়তে শুরু করেছে। শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচেও পড়েছিল তার আঁচ। গ্যালারিতে রিমুভ এটিকে লেখা পোস্টার, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা।
এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডোকেও প্রশ্ন করা হয়েছিল এই বিতর্ক সম্পর্কে। তিনি বুঝতে পেরেছেন সমর্থকদের কথা। ফুটবলাররাও বুঝেছেন। টুইট করেছেন তিরি। বলেছেন জয় মোহনবাগান।