ওই ক্যাচটা ফেললেও কি সূর্যকুমারকে অধিনায়ক করা হতো? জানুন সম্ভাবনা ছিল কতটা

ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যদি ২৯ জুন রাতে ডেভিড মিলারের ক্যাচ ফেলে দিতেন, তাহলেও কি তিনি এই সম্মান পেতেন? তাঁকে কি…

special medel for the Suryakumar Yadav Catch

ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যদি ২৯ জুন রাতে ডেভিড মিলারের ক্যাচ ফেলে দিতেন, তাহলেও কি তিনি এই সম্মান পেতেন? তাঁকে কি টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতো?

রোহিত পড়েছিলেন ১২ পর্যন্ত, সূর্যকুমারের পড়াশুনা কত দূর? জেনে নিন

   

আসলে গৌতম গম্ভীর নতুন হেড কোচ হওয়ার পর প্রথমবার ভারতীয় দল ঘোষণা করা হল। ২৭ জুলাই থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল নির্বাচন করা হয়েছে। টি-টোয়েন্টিতে রোহিত শর্মা অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। এবার তাঁকে টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে।

১৭ বছর পর ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরই ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় তাঁকে। যখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিয়ে আলোচনা হবে সূর্যকুমার যাদবের ক্যাচটির কথা উঠবে।

কিন্তু সূর্য যদি সেই ক্যাচ ফেলে দিতেন তারপরও কি তাঁকে দলের ক্যাপ্টেন করা হতো? সূর্যকুমার যাদব তার সেই বিশ্বকাপ জয়ী ক্যাচ দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই ক্যাচটি তাঁকে হার্দিক পান্ডিয়ার সমকক্ষ করে তোলে। তিনি যদি ডেভিড মিলারের ক্যাচটি বাউন্ডারিতে ফেলে দিতেন তাহলে হয়তো বিশ্বকাপ হাতছাড়া হতো টিম ইন্ডিয়ার। সূর্যের তীব্র সমালোচনা হতে পারত। ক্রিকেট বিশেষজ্ঞ সহ প্রাক্তন ক্রিকেটাররাও তীব্র সমালোচনা করতে পারেন।

আর্জন্টিনার তারকা ফুটবলার খেলবেন ভারতের ক্লাবে!

এত কিছুর পর বিসিসিআই কি সূর্যকে শ্রীলঙ্কা সফরের অধিনায়ক করতে পারত? উত্তরটা বোধহয় না। কারণ সূর্যের ভাবমূর্তি কিছু সময়ের জন্য নেগেটিভ হয়ে যেত। হয়তো তিনি এর পরে চাপে পড়তেন।