Sunday, December 7, 2025
HomeSports NewsISL: "জয়ের লক্ষ্যে টিম মুম্বই'র বিরুদ্ধে ঝাঁপাবে":মারিও রিভেরা

ISL: “জয়ের লক্ষ্যে টিম মুম্বই’র বিরুদ্ধে ঝাঁপাবে”:মারিও রিভেরা

- Advertisement -

মঙ্গলবার ISL ’র লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলের খেলা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সোমবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে লাল হলুদ হেডকোচ মারিও রিভেরা জানিয়ে দিলেন, “জয়ের লক্ষ্যে টিম মুম্বই’র বিরুদ্ধে ঝাঁপাবে। “

নিজেদের শেষ ম্যাচ, ভ্যালেন্টাইন ডে’তে ১৪ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে সিপোভিচের করা একমাত্র গোলে হেরে যায় লাল হলুদ ব্রিগেড,০-১ স্কোরলাইনে।সাত দিনের ব্যবধানে খেলতে নামছে ISL’র লাস্ট বয়রা।

   

প্রি ম্যাচ প্রেস মিটে এসে রিভেরা বলেন,”আমরা যদি ড্রয়ের জন্য খেলি, আমরা তাদের কিছুটা ভাগ্য দিয়ে থামাতে পারি যেমন আমরা প্রথম লেগে ছিলাম কিন্তু আমরা জয়ের জন্য যেতে যাচ্ছি।”

মুম্বই’র বিরুদ্ধে PJN স্টেডিয়াম ফতোর্দাতে, মারিও রিভেরাকে লাল হলুদ জনতার দেওয়া আদরের ডাকনাম ‘স্প্যানিয়ার্ড জাদুকর’ বলেন, “আমাদের কিছু ঝুঁকি নিতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত। ইস্টবেঙ্গল সবসময় জেতার জন্য খেলে।” আমাদের কিছু ঝুঁকি নিতে হবে রিভেরা সোমবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে একথা বলে দল ড্র করার জন্য মাঠে নামবে না,জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে একথা বললেও অতি বড় লাল হলুদ সমর্থকও এখন এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরার এই “স্বপ্ন” নিয়ে ফিচকি হাসিতে মশগুল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular