Team India : ফ্রান্সকে হারিয়ে তীরন্দাজিতে সোনা জিতল ভারত

ফের সোনার পদক জিতল ভারত (Team India)। শনিবার তীরন্দাজিতে (Archery) ফ্রান্সকে (France) হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতে পিছিয়ে থেকেও এই জয়। অল্প ব্যবধানে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন ভারতীয় প্রতিনিধিরা।

Advertisements

শনিবার স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ছিলেন অভিষেক বর্মা, আমন সাইনি এবং রজত চৌহান। অন্যদিকে ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আদ্রিয়ান গন্তেয়ার, জেন ফিলিপে এবং কয়ান্টিন বারিয়ের।

আনাতোলিয়া গত বিশ্বকাপ ফাইনালেও এই দুই দেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের ভারতের হয়ে ছিলেন এই তিন তীরন্দাজ। এক পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন ফ্রান্সকে।

Advertisements

শনিবারের ফাইনালও ছিল রুদ্ধশ্বাস। ওয়ার্ল্ড কাপ স্টেজ টু এর ফাইনালে শুরু থেকে এগিয়ে ছিল ফ্রান্স। ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিচ্ছিল ভারত। শেষ পর্যন্ত সোনা অর্জন। ২৩২-২৩০ স্কোরলাইন ফরাসি দলকে হারিয়েছে টিম ইন্ডিয়া।