টেস্ট বিশ্বকাপের পর এক মাস ছুটি পেয়েছে ভারতীয় পুরুষ দলের ক্রিকেটররা। এর পরেই ওয়েস্ট ইন্ডিজ সফর, তার পর আয়ারল্যান্ড, তারপরেই এশিয়া কাপ শুরু। খবর বলছে, আয়ারল্যান্ড সিরিজে ফিরতে পারেন যশপ্রীত বুমরাহ। কিন্তু কে এল রাহুলকে (KL Rahul) ধোঁয়াসা এখনও অব্যাহত। এশিয়া কাপেও ফিরতে পারবেন কিনা জানা নেই বলে দাবি ক্রিকবাজের।
Advertisements
২০২৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। ফলে পুরো টুর্নামেন্ট খেলা হয়নি তাঁর। খেলতে পারেননি টেস্ট বিশ্বকাপেও।
Advertisements
বর্তমানে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে রাহুলের। ৩১এ আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর অবধি চলা এশিয়া কাপে তিনি ফিরতে পারবেন কিনা, সেই নিয়ে ধন্দে বোর্ড। পাশাপাশি চোট পাওয়া শ্রেয়শ আইয়ারের ফেরাও নিশ্চিত নয় দলে।