IRCTC অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) পক্ষ থেকে নিয়ে আসা হলো…

IRCTC girl

মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে নিয়োগ করা হবে। প্রায় প্রত্যেক বছর ভারতীয় রেল অসংখ্য শূন্য পদে নিয়োগ করে।

এক কথায় দেশে যে সমস্ত সরকারি সংস্থা প্রত্যেক বছর নিয়োগ করে তাদের মধ্যে অন্যতম প্রধান হলো ভারতীয় রেল। তাই প্রত্যেক বছর কয়েক লক্ষ নিয়োগ করে তারা। আর এইবার ভারতীয় রেলের অধীনস্থ এই বেসরকারি সংস্থার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে irctc apenties পদে শূন্য পদ রয়েছে মোট ২৫টি।

আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। একই সাথে আরো বলা হয়েছে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে করা যাবে আবেদন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২৯শে জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

বর্তমানে ভারতীয় রেল বেশিরভাগ ক্ষেত্রে আইআরসিটিসি দিয়ে টিকিট বুকিং থেকে শুরু করে অন বোর্ড ক্যাটারিং সমস্ত কিছু করে থাকে। তাই আইসিটিসি বর্তমানে দেশের অন্যতম প্রধান একটি বেসরকারি সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপরেণ্টিস পদে নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। বিস্তারিত জানতে www.irctc.com এই লিংকে ক্লিক করুন।