Mohammedan SC : মহামেডানের সঙ্গে যুক্ত হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব

ভারতের সর্বোচ্চ লিগে খেলা তাদের লক্ষ্য। সেই মতো এগোচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ইউরোপের নামী কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল বলে আগে জানা গিয়েছিল। সেই খবরের পালে আরও একটু হাওয়া লেগেছে।

ইংল্যান্ডের পরিচিত ক্লাব ফুলহ্যাম। সম্প্রতি তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছেন। প্রিমিয়ার লিগে আগেও ধারাবাহিকভাবে অংশ নিয়েছিল ফুলহ্যাম। মাঝে ফর্ম পড়েছিল। আবার ইংলিশ প্রিমিয়ার লিগে।

   

মনে করা হচ্ছে, ফুলহ্যাম ফুটবল ক্লাবের সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের কথা অনেকটা এগিয়েছে। প্রিমিয়ার লিগে যোগ্যতা অর্জন করার পর ইংল্যান্ডের ক্লাবটিও মহামেডানের সঙ্গে কথা আরও এগোতে চায় মনে শোনা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে হাত মেলাতে পারে দুই ক্লাব।

সম্প্রতি একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে সাদা কালো শিবিরের নাম। ইনভেস্টর সংক্রান্ত কিছু সমস্যার কথা জানা গিয়েছিল। সমস্যা এখন মিটে যাওয়ার পথে। আগামী দিনে ১০০ কোটি টাকার বিনিয়োগ পেতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন