Afghanistan: মারহাব্বা মারহাব্বা…ব্রিটিশদের হারিয়ে কাবুলে তলিবান জঙ্গি ও সাধারণ আফগানির উদ্দাম নাচ

সীমান্ত পার হতে গিয়ে বারবার ব্রিটিশরা যে আফগান শক্তির কাছে মার খেয়েছিল তারই আধুনিক অধ্যায় লিখলেন আফগানিরা। বিশ্বকাপে মারাত্মক এক জয় । ইংল্যান্ডকে হারিয়ে বাইশগজে…

সীমান্ত পার হতে গিয়ে বারবার ব্রিটিশরা যে আফগান শক্তির কাছে মার খেয়েছিল তারই আধুনিক অধ্যায় লিখলেন আফগানিরা। বিশ্বকাপে মারাত্মক এক জয় । ইংল্যান্ডকে হারিয়ে বাইশগজে আফগানিরা এটাই প্রমাণ করলেন ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। বাইশ গজে কেউ সেরা নয়। যখন তখন যে কারোর রাজমুকুট পড়ে যাবে। আফগানিস্তানের জয় সেটাই প্রমাণ করল। হারল ইংল্যান্ড। যাদের সাথে যুদ্ধ করে দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীনতা অর্জনকারী দেশ ছিল আফগানিস্তান। ক্রিকেটের বিশ্বকাপে কাবুলিওয়ালার দেশ,আথরোট,জাফরান আঙুরের ঐশর্য থাকলেও শতছিন্ন দেশটির জয় মাইলফলক। আজ আফগানভূমির শাসক জঙ্গিরা। তবে বিশ্ব ক্রিকেটে দেশের জয় পেয়ে তালিবান জঙ্গি সরকার ও সাধারণ আফগানি কাবুলের রাজপথে আত্মহারা। শূন্যে গুলি ছুঁড়ে চিরাচরিত আফগান রীতিতে বিজয় উল্লাস করছেন আফগানিরা।

পরপর ভূমিকম্পে আফগানিস্তান মৃত্যুপুরী। হাজার হাজার মানুষ নিহত। এর মাঝে চরম মানসিক অশান্তি নিয়ে ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান ফের চমক দিল। অন্যতম সেরা শক্তি ইংল্যান্ড কুপোকাত। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অঘটন অনেক ঘটেছে,ভবিষ্যতেও ঘটবে। রান রেট, স্কোরবোর্ড তার প্রমাণ। তবে এসবই নজির তৈরি হয় বাইশ গজের মধ্যে আর আউটফিল্ডে। সেখানে যেদিন যার সেদিন সে সেরা। সেই হিসেবে ক্রিকেট বিশ্বকাপে রবিবার আফগানিস্তান সেরা।

ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান। পরাজিত গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর আগে দুবার দুই দল মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। প্রথম দুবার ইংল্যান্ড জয়ী হলেও এবারের বিশ্বকাপে জয়ী আফগানিস্তান। চমকে দিলেন রহমানুল্লাহ গুরবাজ,রশিদ খান,মুজিব উর রহমানরা। ২১৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। আগে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান।

আইসিসি বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের হয়ে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ রান আউট হওয়ার আগে ৫৭ বলে ৮০ রান করেন। ইব্রাহিম জাদরান ১৬ ওভারে ১১৪ রানের প্রথম উইকেট জুটিতে ২৮ রান করেন।

প্লেয়িং ইলেভেনে নাজিবুল্লাহ জাদরানের স্থলাভিষিক্ত হয়ে, ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮ রান করেন। আফগান তারকা লেগ-স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান যথাক্রমে ২৩ এবং ২৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে লেগ স্পিনার আদিল রশিদ তুলে নেন ৪২ রানে তিন উইকেট।

পরে ব্যাট করতে নেমে ২১৫ রানে শেষ হয়ে গেল প্রাক্তন বিশ্বসেরা ইংল্যান্ড। আর আফগানিস্তানের ক্রিকেট ঝলক দেখা গেল। দ্বিতীয় দফার তালিবান জঙ্গিরা কাবুলের মসনদ দখল করার পর বিশ্ব থেকে বিচ্ছিন্ন আফগানিস্তান। কোনও দেশ তাদের কূটনৈতিক স্বীকৃতি দেয়না। এমন পরিস্থিতিতে তালিবান জঙ্গি সরকার বারবার কূটনৈতিক বার্তা দিলেও বাকিরা নীরব। এদিকে ক্ষমতায় আসার পর তালিবান সরকার তাদের দেশে সবরকম ক্রীড়ায় মহিলাদের অংশ নিষিদ্ধ করেছে। তবে চলছে পুরুষদের খেলা। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেট কূটনীতি দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় তালিবান। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর আফগান শাসক তালিবানের পরবর্তী বার্তা কী হতে পারে সেটি নিয়ে বিশ্লেষণ চলছে।