East Bengal : ইস্টবেঙ্গলে জবি জাস্টিন না-ও আসতে পারেন

জল্পনা হয়তো জল্পনার স্তরেই থেকে যাবে। জবি জাস্টিনকে কেন্দ্র করে যে সম্ভাবনা রয়েছে, সেটা আদৌ বাস্তবায়িত হবে কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। অর্থাৎ, জবি…

jobby justin may join east bengal

জল্পনা হয়তো জল্পনার স্তরেই থেকে যাবে। জবি জাস্টিনকে কেন্দ্র করে যে সম্ভাবনা রয়েছে, সেটা আদৌ বাস্তবায়িত হবে কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। অর্থাৎ, জবি যে লাল হলুদ জার্সি (East Bengal) পরে খেলবেন, এমনটা এখন আর জোর দিয়ে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: East Bengal : বাগানের প্রণয় হালদার ইস্টবেঙ্গলে?

ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে থেকে জবি জাস্টিন ও ইস্টবেঙ্গলকে আলোচনা চলছে ময়দানে। লেখালিখি হয়েছে প্রচুর। এক সময় মনে হয়েছিল তাঁর কলকাতার ক্লাবের হয়ে খেলা শুধু সময়ের অপেক্ষা। ট্রান্সফার উইন্ডো অনেক দিন হল খুলেছে। লাল হলুদ শিবিরেও জট কেটেছে। কিন্তু জবি এখনও আসেননি।

আরও পড়ুন: Mehtab Hossain: ইস্টবেঙ্গলের হাল ফেরাতে কনস্টানটাইনে ভরসা মেহতাবের

শোনা যাচ্ছে, জবি হয়তো চেন্নাইয়ান ফুটবলার ক্লাবেই থেকে যাবেন অন্তত আরও একটা মরসুমের জন্য। ইস্টবেঙ্গল জবির প্রতি আগ্রহী হলেও, চেন্নাইয়ান ফুটবলারকে রিলিজ করবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে। জবিকে হয়তো খুব সহজে ক্লাব রিলিজ করবে না।

আরও পড়ুন: East Bengal : ভেনেজুয়েলার জাতীয় দলে ৫০-এর বেশি ম্যাচ খেলা স্ট্রাইকার ইস্টবেঙ্গলে!

দক্ষিণ ভারতে গিয়েও বলার মতো ম্যাচ টাইম পায়নি জবি জাস্টিন। বেশিরভাগ সময় কেটেছে মাঠের বাইরে। অন্য দিকে শোনা গিয়েছিল, কলকাতার কোনো এক দফতরে তিনি চাকরি পেয়েছেন। সেই সূত্র ধরে আসতে পারেন লাল হলুদ তাঁবুতে। যে গতিতে সম্ভাবনার ফানুস উড়েছিল, সেই গতি এখন আর নেই বলেই ফুটবল মহলের অনেকে মনে করছেন।