Mittika Mallik: দাবায় বিশ্ব জয়ের আশায় ইতালি পাড়ি দশম শ্রেণীর মৃত্তিকার

Rising Chess Star Mittika Mallik's Ambitious Move to Italy in Pursuit of World Domination

জাতীয় পর্যায়ে কিস্তিমাত করার পর এবার ইতালির হাতছানি মৃত্তিকার (Mittika Mallik) সামনে। চলতি বছরের নভেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতা। সেখানেই বাংলা থেকে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছে মৃত্তিকা মল্লিক। মৃত্তিকার এই সাফল্যে অত্যন্ত খুশি তার পরিবার ও শিক্ষক মহল।

আগে পাঞ্জাবের জলন্ধরে অনুর্ধ্ব ১৭ জাতীয় দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল মৃত্তিকা। তারপরই আসে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ।  ছোট থেকেই দাবাই ধ্যান জ্ঞান চুঁচুড়া নিবাসী দশম শ্রেণীর মৃত্তিকার। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এই প্রথমবার নয়, এর আগেও দাবার অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুপো এবং ব্রোঞ্জ জিতেছে সে। এর আগেও অনুর্ধ্ব ১৪ বিশ্ব দাবা প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল মৃত্তিকা। তবে সেই বারে চতুর্থ স্থান লাভ করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

   

সেই কারণেই এবার পদক নিশ্চিত করতে চায় মৃত্তিকা। উল্লেখ্য, নভেম্বরে প্রতিযোগিতার জন্য এখন থেকেই মন দিয়ে দাবা অনুশীলন করছে মৃত্তিকা। ইতিমধ্যেই দাবাড়ু মৃত্তিকার নাম ছড়িয়ে পড়েছে। ২০২২ সালে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্তিকাকে বানানো হয় কন্যাশ্রী প্রকল্পের মুখ।

মৃত্তিকাকে ইতিমধ্যেই গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কাছে প্রশিক্ষণের জন্য ভর্তি করা হয়েছে। এবার ইতালি থেকে দাবার চালে বিশ্ব জয় করে ফিরবে মৃত্তিকা সেই আশায় রয়েছে সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন