T20 World Cup Cricket: পাকিস্তান ম্যাচের আগে চোট পেলেন রোহিত!

রবিবার নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Cricket) ম্যাচ হওয়ার কথা থাকলেও তার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) চোট দলের চিন্তা…

rohit sharma can make history in T20 World Cup 2024 India vs Ireland

রবিবার নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Cricket) ম্যাচ হওয়ার কথা থাকলেও তার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) চোট দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। অনুশীলন চলাকালীন ব্যাট করতে গিয়ে চোট পান রোহিত। আসলে অনুশীলনের সময় রোহিতের হাতে বল লেগেছিল। কিন্তু অধিনায়ক ব্যাটিং চালিয়ে যান। রোহিত পরে নিজেই জানিয়েছিলেন তাঁর চোট গুরুতর নয়। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Joni Kauko: কাউকোকে সই করানোর দৌড়ে আরও এক ক্লাব !

   

এরপর প্র্যাকটিস সেশনে থ্রো ডাউন স্পেশালিস্টের দিকে বল মেরেছিলেন রোহিত। ব্যাটিংয়ের সময় বল রোহিতের আঙুলে লাগে। রোহিতের কাছে তৎক্ষণাৎ ছুটে আসেন ফিজিও। ব্যাটিং অনুশীলনও কিছু সময়ের জন্য প্রভাবিত হয়েছিল। তবে পরে রোহিত আবার অনুশীলন চালিয়ে যান। এই নিয়ে দ্বিতীয়বার হাতে চোট পেলেন রোহিত।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে রোহিত চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। পরে তিনি জানান, ফুলে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন ঘণ্টা ধরে টানা অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। এই সময় বিরাট কোহলিকে বেশ শান্ত দেখিয়েছে।

Football: বাবা প্রয়াত, মা ভর্তি হাসপাতালে, অনিশ্চিত উঠতি ফুটবলারের ভবিষ্যৎ

এই ম্যাচে টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে নিজেদের জয়ের ছন্দ ধরে রাখা। একই সঙ্গে নিজেদের প্রথম জয়ের খোঁজে নামবে পাকিস্তান। সম্প্রতি আমেরিকার কাছে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে বাবর আজমের দলকে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে। অতিরিক্ত বাউন্স দেখা যাওয়ায় এই পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। গুড লেংথে বল পিচ পড়ে বাউন্স হচ্ছে, যার ফলে বেশ সমস্যায় পড়ছেন ব্যাটসম্যানরা।

রোহিত ছাড়াও তিন নম্বরে ব্যাট করতে নামা ঋষভ পন্থের গায়েও বল লেগেছিল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন নিউ ইয়র্কের পিচের কঠোর সমালোচনা করেছিলেন এবং এটিকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অযোগ্য বলে অভিহিত করেছিলেন।