ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে (T20 World Cup 2024) ভারতীয় দল। সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ২৯ জুন, বার্বাডোজের ব্রিজটাউনের মাঠে ভারতীয় সময় রাত ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল। উভয় দলই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং একটিও ম্যাচ হারেনি। তবে এবার ফাইনাল ম্যাচে বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।
T20 World Cup 2024: রোহিতের অপ্রত্যাশিত আচরণ! কাঁধে হাত রাখলেন বিরাট
অ্যাকুওয়েদারের প্রতিবেদন অনুযায়ী, ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনে দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ও মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ।
৩০ জুন ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে। তবে এই দিনেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬১ শতাংশ এবং রাতে ৪৯ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে রিজার্ভ ডে-তেও ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচের জন্য ৩০ জুন রিজার্ভ ডে রেখেছে আইসিসি।
প্রথমত, ২৯ জুন ম্যাচটি আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। ওই দিন সম্ভব না হলে খেলা হবে রিজার্ভ ডে-তে। ২৯ জুন যতটা ম্যাচ খেলা হবে তারপর থেকে ম্যাচ শুরু হবে ৩০ জুন।
T20 World Cup 2024: ভারতের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত! গায়ানা থেকে এল বড় আপডেট
বৃষ্টি বা অন্য কোনো কারণে রিজার্ভ ডে-তে ম্যাচ আয়োজন না হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। রোহিত শর্মার অধিনায়কত্বে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। এই বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এর আগে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের এক সংস্করণে এত ম্যাচ জেতেনি টিম ইন্ডিয়া। ২০০৭ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।