T20 tournament: মুকেশ কুমারের তেজে হিমাচলের ভূমিধস, বাংলা পেল জয়

Sports Desk: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের (T20 tournament) আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয়েছিল অধিনায়ক…

T20 tournament-Bengal won against Himachal

Sports Desk: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের (T20 tournament) আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয়েছিল অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর বাংলা। নিজেদের তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বাংলা।

Advertisements

তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বাউন্স ব্যাক বাংলার ছেলেদের। সোমবার, তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশকে ৯ উইকেটে হারাল বাংলা । হিমাচল ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে।

Advertisements

এদিন বল হাতে বিধ্বংসী স্পেল করেন মুকেশ কুমার। মুকেশের ৪ টে অসাধারণ ডেলিভারি মুখে পড়ে হিমাচল প্রদেশে ভূমিধস নেমে আসে। বাংলার হয়ে মুকেশ কুমার ৩৩ রান দিয়ে হিমাচলের ৪ উইকেট তুলে নেয়, সঙ্গে শাহবাজ ২ উইকেট শিকার করেন ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচলের বিরুদ্ধে বাংলার ওপেনার অভিষেক দাস (৮) রান করে প্যাভিলিয়নে ফিরে এসেছিলেন। তৃতীয় প্রস্তুতি ম্যাচে সেই হিমাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতে বাইশ গজে ঝলসে ওঠেন।এদিন অভিষেক দাস ৮৩ রানে নটআউট থাকেন, বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জি ৭২ রান করেন।বাংলা ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি।বাংলার সাথে একই গ্রুপে রয়েছে শক্তিশালী কর্নাটক এবং মুম্বই।